পটুয়াখালী সেলুন মালিক সমিতির সাধারণ সভা
সুনান বিন মাহাবুব, পটুয়াখালী
🕐 ৮:০৮ অপরাহ্ণ, নভেম্বর ২৭, ২০২২

পটুয়াখালী সেলুন মালিক কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিঃ এর ২২তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ রোববার (২৭ নভেম্বর) টাউন হল মিলনায়তনে পটুয়াখালী সেলুন মালিক কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিঃ এর ব্যবস্থাপনা কমিটির সভাপতি শ্রী শ্যামল চন্দ্র শীলের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা সমবায় অফিসার পংকজ কুমার চন্দ্র।
সাধারণ সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কালব লিঃ এর প্রাক্তন ভাইস চেয়ারম্যান আব্দুস সালাম খান, গৌতম দেবনাথ, সদর উপজেলা সমবায় কর্মকর্তা হারুন আর রশিদ ও জেলার ভারপ্রাপ্ত ব্যাবস্থাপক সাইফুল ইসলাম।
অনুষ্ঠানে পটুয়াখালী সেলুন মালিক কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিঃ এর সাধারণ সম্পাদক দীপক চন্দ্র শীলের সঞ্চালনায় সর্বোচ্চ সঞ্চয় ও আমানত কারীদের পুরস্কার প্রদান করা হয়।
এ বিভাগের অন্যান্য সংবাদ
