চরফ্যাশনে নির্বাচনী আচরণ বিধি বিষয়ক মতবিনিময়
রুবেল আশরাফুল, চরফ্যাশন
🕐 ৪:২৫ অপরাহ্ণ, নভেম্বর ২০, ২০২২

আগামী ২৮ নভেম্বর চরফ্যাশনের ওমরপুর ও আসলামপুর ইউনিয়ন পরিষদ নির্বাচন। এ নির্বাচনকে সামনে রেখে নির্বাচনী আচরন বিধিমালা ও আইন শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার দুপুরে উপজেলা সভাকক্ষে দুই ইউনিয়নের প্রার্থীদের সাথে মতবিনিময় সভার আয়োজন করে উপজেলা প্রশাসন।
এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা আল নোমানের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন, ভোলা জেলা প্রশাসক এর প্রতিনিধি অতিরিক্ত জেলা প্রশাসক তামিম আল ইয়ামিন।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, বরিশাল আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মো.আলাউদ্দিন, ও অতিরিক্ত পুলিশ সুপার আসাদুজ্জামান, ভোলা জেলা নির্বাচন অফিসার সৈয়দ শফিকুল হক, চরফ্যাশন থানার মো. মোরাদ, উপজেলা নির্বাচন অফিসার ও রির্টানিং অফিসার রফিকুল ইসলাম প্রমুখ।
এ সময় ওমরপুর ও আসলামপুরের ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী, সংরক্ষিত মহিলা সদস্য প্রার্থী ও সাধারণ সদস্য প্রার্থীরা উপস্থিত ছিলেন।
মতবিনিময় সভায় নির্বাচন সুষ্ঠু সুন্দর ও নিরপেক্ষ হবে বলে সবাইকে আশ্বস্ত করেন। সুষ্ঠু নির্বাচনের স্বার্থে যা যা করা দরকার সব ব্যবস্থাই গ্রহণ করা হবে বলেও বক্তারা আশ্বাস দেন।
এ বিভাগের অন্যান্য সংবাদ
