ঢাকা, শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪ | ৬ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

হত্যা মামলার আসামি ‘বন্ধুকযুদ্ধে’ নিহত

বরিশাল ব্যুরো
🕐 ১০:৩৩ পূর্বাহ্ণ, নভেম্বর ১৩, ২০১৮

বরিশালের উজিরপুর উপজেলায় পুলিশের সঙ্গে কথিত বন্ধুকযুদ্ধে এক হত্যা মামলার আসামি নিহত হয়েছেন। তার নাম রবিউল আলম (৩৫)। তিনি মাদারীপুর জেলার বাসন্দিা। মঙ্গলবার সকালে বিষয়টি নিশ্চিত করেছেন বরিশালের পুলিশ সুপার সাইফুল ইসলাম।

পুলিশ জানায়, নিহত রবিউল উজিরপুর উপজেলার জল্লা ইউনিয়নের চেয়ারম্যান বিশ্বজিৎ ঘোষ নান্টুকে গুলি করে হত্যার ঘটনায় জড়িত। সোমবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মাদারীপুর থেকে গ্রেপ্তার করা হয় রবিউল আলমকে।

তার বিরুদ্ধে বিভিন্ন থানায় ৬টি হত্যা মামলা রয়েছে। সোমবার মধ্যরাতে তার দেয়া তথ্যের ভিত্তিতে উজিরপুরের ফুলতলা এলাকায় অস্ত্র উদ্ধারের যায় পুলিশ। পুলিশের উপস্থিতি টের পেয়ে যেখানে আগে থেকে ওৎপেতে থাকা তার সহযোগীরা পুলিশকে লক্ষ্য করে গুলি করলে পুলিশও পাল্টা গুলি চালায়। বেশকিছুক্ষণ গোলাগুলির এক পর্যায়ে তার সহযোগীরা পলিয়ে যায়। পরে ঘটনাস্থল থেকে রবিউল ইসলামের গুলিবিদ্ধ লাশ উদ্ধার করা হয়।

তার লাশ ময়নাতদন্তের জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। অভিযানে ১টি আগ্নেয়াস্ত্রসহ বেশ কিছু ধারালো অস্ত্র উদ্ধার করা হয়েছে।

 
Electronic Paper