ঢাকা, শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪ | ৬ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

উদ্বোধন হলো পায়রা বন্দরের বিভিন্ন উন্নয়ন প্রকল্প

পটুয়াখালী প্রতিনিধি
🕐 ৫:৫৭ অপরাহ্ণ, অক্টোবর ২৭, ২০২২

উদ্বোধন হলো পায়রা বন্দরের বিভিন্ন উন্নয়ন প্রকল্প

পায়রা বন্দরের ক্যাপিটাল ড্রেজিং ও আটটি জাহাজের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এছাড়াও বন্দরের প্রথম টার্মিনাল, ৬-লেন সংযোগ সড়ক এবং সেতু নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।

আজ বৃহস্পতিবার সকাল ১০টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা গনভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে এসব প্রকল্প উদ্বোধন করেন।

এসময় কলাপাড়া উপজেলার লালুয়া ইউনিয়নের চারিপাড়া গ্রামের পায়রার প্রথম টার্মিনাল প্রান্তে বক্তব্য রাখেন নৌ-পরিবহন মন্ত্রনালয়ের প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী, নৌ পরিবহন মন্ত্রনালয়ের সচিব মোস্তফা কামাল ও পায়রা বন্দরের চেয়ারম্যান মো.সোহায়েল।

এসময় পটুয়াখালী-২ আসনের সাংসদ আসম ফিরোজ, পটুয়াখালী-৪ আসনের সাংসদ অধ্যক্ষ মজিব্বুর রহমান মহিব ও পটুয়াখালী-০৩ আসনের সাংসদ এসএম শাহাজাদা সহ স্থানীয় আওয়ামীলীগের নেতাকর্মীরা, পায়রা বন্দরের কর্মকর্তা - কর্মচারী, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা বৃন্দ উপস্থিত ছিলেন।

প্রধানমন্ত্রী যে প্রকল্পগুলো উদ্বোধন করেন সেগুলো হলো, রাবনাবাদ চ্যানেল ঠিক রাখার জন্য দেশের বৃহত্তম ড্রেজিং, প্রথম টার্মিনাল প্রকল্প ও ৮ টি জলযান।

এছাড়া আন্ধারমানিক নদের উপর ১ দশমিক ১৮ কিলোমিটার দৈর্ঘ্যের চার লেনের সেতু ও ছয় লেনবিশিষ্ট সড়কের নির্মাণকাজের ভিত্তিফলক উন্মোচন করা হয়।

 
Electronic Paper