ঢাকা, বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪ | ১২ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

ঘূর্ণিঝড় সিত্রাংয়ের প্রভাবে সাগর উত্তাল

সোলায়মান পিন্টু, কলাপাড়া
🕐 ৬:২৭ অপরাহ্ণ, অক্টোবর ২৪, ২০২২

ঘূর্ণিঝড় সিত্রাংয়ের প্রভাবে সাগর উত্তাল

পশ্চিম-মধ্যবঙ্গোপসাগর এলাকায় অবস্থানরত ঘূর্নিঝড় সিত্রাং উত্তর দিকে অগ্রসর হয়ে একই এলাকায় অবস্থান করছে। এর প্রভাবে পটুয়াখালীর কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগর বেশ উত্তাল হয়ে উঠেছে।

গতকাল রবিবার রাত থেকে উপকূলীয় এলাকায় টানা বর্ষণ অব্যাহত রয়েছে। গত ২৪ ঘন্টায় জেলায় ৭৯.৫ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে আবহাওয়া অফিস। এতে জনজীবনে ভোগান্তি নেমে এসেছে। ঘূর্নিঝড় সিত্রাং আজ সকাল ছয়টায় পায়রা সমুদ্র বন্দর থেকে ৪৯৫ কিলোমিটার দক্ষিন-দক্ষিন পশ্চিমে অবস্থান করছিলো। তাই এটি উপকূলীয় এলাকায় আঘাত হানার শংকায় পটুয়াখালীর পায়রা সহ দেশের সব বন্দরে ০৭ নম্বর বিপদ সংকেত দেখাতে বলা হয়েছে। সকল মাছধরা ট্রলার সমূহকে নিরাপদ আশ্রয়ে থাকতে বলা হয়েছে।

এদিকে আজ সোমবার সকালে কলাপাড়া উপজেলা পরিষদ হল রুমে উপজেলা নির্বাহী কর্মকর্তা, জনপ্রতিনিধি ও সিপিপি সদস্যদের নিয়ে সিত্রাং মোকাবেলা এক জরুরী সভা অনুষ্ঠিত হয়েছে। এ সময় স্হানীয় সাংসদ আলহাজ্ব অধ্যক্ষ মহিবুর রহমান মহিব, উপজেলা পরিষদ চেয়ারম্যান এস এম রাকিবুল আহসানসহ সকল ইউপি চেয়ারম্যান উপস্থিত ছিলেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা শংঙ্কর চন্দ্র বৌদ্য জানান, উপজেলার ১৭৫ টি আশ্রয় কেন্দ্র প্রস্তুত রয়েছে। সার্বক্ষণিক পর্যবেক্ষণের জন্য কন্ট্রোল রুম খোলা হয়েছে। পানি বিশুদ্ধ করন ট্যাবলেট ও শুকনো খাবার মজুদ আছে।

 
Electronic Paper