ঢাকা, বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪ | ১২ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

কলাপাড়ায় বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা

সোলায়মান পিন্টু,কলাপাড়া(পটুয়াখালী)
🕐 ৫:৪৬ অপরাহ্ণ, আগস্ট ০৭, ২০২২

কলাপাড়ায় বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা

পটুয়াখালীর কলাপাড়ায় দেড় শতাধিক অসহায়, হতদরিদ্র মানুষ বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা পেয়েছে। রবিবার সকাল ৯ টায় কলাপাড়া পৌরশহরের মুক্তিযোদ্ধা
কমপ্লেক্স মিলানায়তনে এ চিকিৎসা সেবা কার্যক্রম শুরু হয়ে চলে দুপুর ২টা পর্যন্ত। বরিশাল ইস্পাহানি ইসলামিয়া চক্ষু ইনস্টিটিউট ও হাসপাতালের সহযোগীতায় সেচ্ছাসেবী সমাজ কল্যান সংস্থা পায়রা ডেভেলপমেন্ট ফাউন্ডেশন বিনা মূল্যের এ চিকিৎসা সেবার আয়োজন করে।

ইস্পাহানি ইসলামিয়া চক্ষু হাসপাতাল বরিশাল শাখার ডা.বেনজির বুশরা এ চিকিৎসা সেবা প্রদান করেন।

পায়রা ডেভেলপমেন্ট ফাউন্ডেশন’র প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মো.ফরিদ উদ্দিন বিপু বলেন, সকাল থেকে দুপুর দুইটা পর্যন্ত দেড় শতাধিক চক্ষু রোগীর চিকিৎসা দেয়া হয়েছে। এর মধ্যে বেশির ভাগই দরিদ্র শ্রেনীর মানুষ। পায়রা ডেভেলপমেন্ট ফাউন্ডেশন’র উদ্যোগে ফ্রি চুক্ষ চিকিৎসা সেবার এ
কার্যক্রম অব্যাহত থাকবে।

 
Electronic Paper