ঢাকা, শনিবার, ২০ এপ্রিল ২০২৪ | ৭ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

পিরোজপুরে আনন্দ র‌্যালি

পিরোজপুর প্রতিনিধি
🕐 ৮:৩৪ অপরাহ্ণ, জুন ২৫, ২০২২

পিরোজপুরে আনন্দ র‌্যালি

স্বপ্নের পদ্মা সেতুর উদ্বোধন উপলক্ষ্যে পিরোজপুর জেলা প্রশাসনের আয়োজনে আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়। পিরোজপুরের জেলা প্রশাসক জেলা প্রশাসক মোঃ জাহেদুর রহমান বেলুন-ফেস্টুন পায়রা উড়িয়ে অনুষ্ঠান উদ্বোধন করেন। আনন্দ মিছিলে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী, শিক্ষক, সরকারী-বেসরকারী প্রতিষ্ঠানের কর্মকর্তা কর্মচারীদের অংশ গ্রহন করেন।

শনিবার শহরের বঙ্গবন্ধু চত্তর থেকে আনন্দ মিছিলটি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে জেলা ষ্টেডিয়ামে গিয়ে শেষ হয়। সেখানে জেলা প্রশাসনের আয়োজনে বড় পর্দায় সরাসরি সম্প্রচারিত উদ্বোধনী অনুষ্ঠান উপভোগ করেন শিক্ষক, শিক্ষার্থীসহ উপস্থিত সকলে।

এসময় উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক মোঃ জাহেদুর রহমান, পুলিশ সুপার মোঃ সাইদুর রহমান, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা রেবেকা খানম, জেলা যুবলীগের সভাপতি আখতারুজ্জামান ফুলু, জেলা শিল্পকলা একাডেমির সাধারন সম্পাদক জিয়াউল আহসান গাজী,জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মোঃ গোলাম মাওলা নকীব সহ বিভিন্ন সরকারী বেসরকারী প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারী, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষার্থী, আওয়ামীলীগ, ছাত্রলীগ, যুবলীগ সহ স্থানীয় কয়েক হাজার নারী-পুরুষ এ অনুষ্ঠানে অংশ গ্রহন করেন।

অনুষ্ঠানে জেলা প্রশাসক মোঃ জাহেদুর রহমান বলেন আজ আমাদের মহা আনন্দের দিন কারন আজ বহুল প্রতিক্ষিত পদ্মা সেতু শুভ উদ্বোধন। এই সেতুর মাধ্যমে বাংলাদেশের মান মর্যদা বিশ্বের দরবারে আরো বৃদ্ধি পাবে। আজ গোটা বিশ্ব বাংলাদেশের প্রশংসা করছেন। বাংলাদেশের জিডিপি আরো বৃদ্ধি পাবে। দক্ষিণ বঙ্গের ২১ জেলার ব্যাবসা - বানিজ্যের ব্যাপক উন্নয়ন হবে।

 
Electronic Paper