ঢাকা, বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪ | ৫ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

ব্রীজতো নয় যেন মরণ ফাঁদ

গিয়াস উদ্দিন মিয়া, গৌরনদী (বরিশাল)
🕐 ৫:৪৬ অপরাহ্ণ, জুন ০৩, ২০২২

ব্রীজতো নয় যেন মরণ ফাঁদ

বরিশালের গৌরনদী উপজেলার বংকুরা গ্রামে খালের উপর নির্মিত ব্রীজ ভেঙ্গে মরণ ফাঁদে পরিণত হয়েছে।

ওই গ্রামের সাবেক ইউপি সদস্য সোহেল সরদার জানান, ২৫ বছর পূর্বে বংকুরা গ্রামে তার বাড়ির পাশে খালের উপর একটি আয়রণ ব্রীজ নির্মাণ করা হয়। ব্রিজটি দিয়ে বংকুরা, নোয়াপাড়া, চন্দ্রহার, পূর্ব চন্দ্রহার, বাহাদুরপুর ও কেফায়েতনগর গ্রামের প্রায় কয়েক হাজার বাসিন্দা যাতায়ত করেন।

এছাড়াও ব্রিজটি দিয়ে একটি মাধ্যমিক বিদ্যালয়, দুইটা সরকারী প্রাথমিক বিদ্যালয়, তিনটি মাদ্রাসার ছাত্র-ছাত্রী ও একটি কমিউনিটি ক্লিনিকে যাতায়ত করেন স্থানীয়রা।

তিনি আরও জানান, গত দুই বছর যাবত ব্রিজটির রেলিং ও ঢালাইয়ের একাংশ খসে পড়ে ব্রিজটি মরণ ফাঁদে পরিণত হয়েছে। ব্রিজের উপর কাঠ দিয়ে কোনমতে যাতায়ত করছেন এলাকাবাসী। ব্রিজটি নির্মানের জন্য ইতিমধ্যে মাটি পরিক্ষা করে ঢাকায় প্রেরণ করা হয়েছে বলে জানিয়েছেন তিনি।

 
Electronic Paper