ঢাকা, মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪ | ১০ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

রাঙ্গাবালীতে অভাবের তাড়নায় জেলের আত্মহনন

রাঙ্গাবালী (পটুয়াখালী) প্রতিনিধি
🕐 ৫:০৪ অপরাহ্ণ, মে ১৬, ২০২২

রাঙ্গাবালীতে অভাবের তাড়নায় জেলের আত্মহনন

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় গাছের সঙ্গে ঝুলন্ত অবস্থায় শাকিল ভূইয়া (২৯) নামের এক জেলের লাশ উদ্ধার করা হয়েছে।

সোমবার সকাল সাড়ে ৯ টায় উপজেলার মৌডুবি ইউনিয়নের বাইলাবুনিয়া গ্রামে এ ঘটনা ঘটে। পরিবারের দাবি, অভাবের তাড়নায় আত্মহননের পথ বেছে নেয় শাকিল।

ওই গ্রামের আনোয়ার ভূইয়ার ছেলে নিহত শাকিল । সে সাগরে মাছ শিকার করে জীবিকা নির্বাহ করতো । তার উপার্জনের অর্থেই চলতো বাবা-মা, স্ত্রী, এক ছেলে ও এক মেয়েসহ ছয় সদস্যের সংসার।

শাকিলের পরিবারের ভাষ্যমতে, এক মাস আগে ধারদেনা করে নিজেদের বসবাসের জন্য একটি টিনশেড ঘর নির্মাণ শুরু করে শাকিল। এতে ৭০ হাজার টাকার মত দেনা হয়। তাই এই দেনার টাকা কিভাবে পরিশোধ করবে, এ নিয়েই দুশ্চিন্তায় দিন কাটছিল তার।

তাদের ধারণা, অভাবের তাড়না সইতে না পেরে শাকিল আত্মহননের পথ বেছে নিয়েছে।

স্থানীয়রা জানায়, সোমবার সকালে নিজ বাড়ি সংলগ্ন পার্শ্ববর্তী একটি গাছে ঝুলন্ত অবস্থায় শাকিলের লাশ দেখতে পায় পরিবারের লোকজন। তাদের আহাজারিতে প্রতিবেশীরা ছুঁটে এসে বিষয়টি জানতে পারে। খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ।

এ বিষয়ে রাঙ্গাবালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা দেওয়ান জগলুল হাসান বলেন, জেলে মৃত্যুর ঘটনায় ইউডি মামলা নেয়া হবে এবং লাশ পোস্ট মর্টেম ছাড়াই স্বজনদের কাছে বুঝিয়ে দেওয়া হয়েছে।

 
Electronic Paper