ঘটু মিয়ার ঘটকালি
বেণীমাধব সরকার
🕐 ২:৪০ অপরাহ্ণ, নভেম্বর ৩০, ২০২১

ঘটু মিয়া নাম তার ঘটকালি করে
বর-কনে খুঁজে ফিরে প্রতি ঘরে ঘরে।
বর যদি খোঁড়া হয়, কনে হয় কানা
উভয়ে সে ফিটনেস দেয় ষোল আনা।
চাল নেই চুলা নেই, নেই টাকা-কড়ি,
পাত্রের শ্রেণি তবু এ ক্যাটাগরি।
পিতা নাকি বড় ধনী মেটে জমিদার
রূপে-গুণে ক্লাস ওয়ান ছেলে নাকি তার।
কনে কালো কুচকুচে আঁধারের তুল
কালীমাতা বললেও হবে নাকো ভুল।
তবু ঘটু বলে তারেÑ কনে অপ্সরা
জ্ঞানেগুণে সরস্বতী, রূপে মনোহরা!
পাত্রীর পিতা বলে, ‘ওই বরই চাই’,
বর বলে কাজি ডাকো আর দেরি নাই।
ঘটু মিয়া ঘটা করে ঢোলে দেয় বাড়ি
শাদি মোবারক হয়ে যায় তাড়াতাড়ি।
ঘটকালি কাজে ঘটু অতিশয় পাকা,
তাই বুঝি নাম তার ঘুটু মিয়া রাখা।
সহযোগী অধ্যাপক
সিঙ্গাইর সরকারি কলেজ, মানিকগঞ্জ
এ বিভাগের অন্যান্য সংবাদ
