ঢাকা, বুধবার, ২৪ এপ্রিল ২০২৪ | ১১ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

বাজার নিয়ে হুলস্থুল

অলোক আচার্য
🕐 ৩:২১ অপরাহ্ণ, নভেম্বর ২৩, ২০২১

বাজার নিয়ে হুলস্থুল

স্ত্রী : কী ব্যাপার, বাজারের ব্যাগ খালি কেন? তোমাকে না লিস্ট করে দিলাম?
স্বামী : আরে বাজারে যাওয়ার পথে কোরবান ভাই বলল বাজারে নাকি আগুন লাগছে। আগে আগুন নিভুক তারপর বাজারে যাব!
স্ত্রী : আমিও তাহলে একটু ঘুমিয়ে নিই। বাজার আসুক তারপর রান্না!

প্রথম ব্যক্তি : আচ্ছা ভাই, বাজার বলতে কী বোঝেন?
দ্বিতীয় ব্যক্তি : প্রতিদিন সকালে উঠে ইচ্ছা না থাকা সত্ত্বেও স্ত্রীর চেঁচামেচিতে বাধ্য হয়ে যে স্থানে যেতে হয় সে স্থানকেই বাজার বলে!
প্রথম ব্যক্তি : তাহলে আপনি বলতে চাচ্ছেন স্বেচ্ছায় কেউ বাজারে যায় না?
দ্বিতীয় ব্যক্তি : স্বেচ্ছায় কে আর আগুনে ঝাঁপ দিতে চায়, বলেন!

প্রথম ব্যক্তি : ভাই, আপনি কি বাজারে এসেছেন?
দ্বিতীয় ব্যক্তি : বাজারেই তো এসেছি দেখছেন আবার জিজ্ঞেস করছেন কেন?
প্রথম ব্যক্তি : না মানে, হাতে তো ব্যাগ নেই।
দ্বিতীয় ব্যক্তি : আরে ভাই, আমি তো বাজারের আগুনের তাপ যাচাই করতে এসেছি। যদি পুড়ে যাই!

স্ত্রী : কী ব্যাপার, বাজারে যাওয়ার আগে হাতে লিস্ট দিলাম সেসব তো কিছুই আনোনি। অর্ধেক বাজার করেছ কেন?
স্বামী : বাজারে ঢোকার পর বাকি অর্ধেক আগুনে পুড়ে গেছে গিন্নি!

স্বামী : (চিৎকার করে) শুনছ, আমি কিন্তু বাজারে যাচ্ছি।
স্ত্রী : তা এ কথা অত জোরে বলার কী আছে?
স্বামী : আরে বউ, আজকাল তো আর যে সে লোক বাজারে যায় না! তাই পাশের বাড়ির ভাবিকে একটু শোনাচ্ছিলাম আর কি!

 

এ বিভাগের অন্যান্য সংবাদ


Warning: Invalid argument supplied for foreach() in /home/www/kholakagojbd.com/post/details-page.php on line 228
Electronic Paper