ঢাকা, শনিবার, ২০ এপ্রিল ২০২৪ | ৬ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

লকডাউন দেখা এবং...

মাহতাব উদ্দিন
🕐 ৩:২৪ অপরাহ্ণ, জুলাই ২০, ২০২১

লকডাউন দেখা এবং...

রাজু, সাজু দুই বন্ধু। থাকে আরবান এরিয়াতে। রাজুর রাগ বেশি আবার সবকিছুতে কৌতূহলী। সাজু সব কাজকর্মে স্বাভাবিক থাকতে পছন্দ করে। সারা দেশে চলছে কঠিন লকডাউন। রাজু সাজুকে বলে, ‘বন্ধু, চল কঠিন লকডাউনটা কেমন, দেখে আসি।’

-ঠিক আছে, চল যাই। যেই কথা সেই কাজ। তারা চলে গেল পাশের বড় রাস্তায়। সাজু বলে, ‘কোথাও কোনো দোকানপাট খোলা নেই, চলছে না কোনো যান, আর্মি-পুলিশের আনাগোনাও বেশি, এটাই হয়তো কঠিন লকডাউন।’

সাজু দূরে তাকিয়ে সবকিছু দেখার চেষ্টা করছে এবং মাথা নাড়িয়ে রাজুর কথায় সায় দিচ্ছে। তাদের সঙ্গে আরও কয়েকজন এসে জড়ো হলো ইতোমধ্যে। যতই সময় বাড়ছে লোকসমাগমও আস্তে ধীরে বৃদ্ধি পাচ্ছে। কিন্তু লকডাউনে যেহেতু ঘর থেকে বের হওয়াটা আইনবিরোধী কাজ, তাই পুলিশ হঠাৎ তাদের লাঠিপেটা করে ঘরে পাঠাতে চাইল। শুরু হয়ে গেল ছুটোছুটি। কোথাও কোনো নিরাপদ আশ্রয়স্থল না পেয়ে রাজু দৌড়ে গিয়ে মসজিদের টয়লেটে পালাতে চাইল। কিন্তু বিধি যে বাম, ওখানে গিয়ে দেখে টয়লেটের দরজা ভিতর থেকে আটকানো। কিছুক্ষণ সজোরে ধাক্কাধাক্কি করার পর ভিতর থেকে বের হলো একজন সেনাসদস্য। রাজু তো ভয়ে অস্থির, বুঝতে পারল, আজ আর রক্ষে নেই। সেনাসদস্য কিছু বলার আগেই রাজু বলতে থাকল, ‘স্যার আমি লকডাউন দেখতে আসিনি।’
-লকডাউন দেখতে আসিনি মানে?
-আমাকে সাজু নিয়ে এসেছে স্যার। বলেছে, চল লকডাউন দেখে আসি।
-বুঝতে পেরেছি। তা সাজু গেল কোন টয়লেটে?
-স্যার, সে পেছনের মুরগির খুপরিতে থাকতে পারে। ওকে ধরিয়ে দিচ্ছি, স্যার। বিনিময়ে আমাকে ছেড়ে দেওয়া যায় না, স্যার?
-হুম! দাঁড়াও, লকডাউন দেখার মজা দেখাচ্ছি।
অবশেষে রাজুর দেখানো মতে মসজিদের পেছনের একটা পরিত্যক্ত মুরগির খুপরিতে সাজুকে খুঁজে পেলেন সেনাসদস্য।
-এখানে কেন? সেনাসদস্য জানতে চান।
-স্যার, আমি তো ঘরেই আছি।
-হুম! তবে এটা তো দেখছি মুরগির ঘর, এটাতে কেন?
-তাই নাকি স্যার? আমি খেয়াল করিনি। নিজের ঘর মনে করে...। আমাকে রাজু নিয়ে এলো। আমি আসতে চাইনি, স্যার।

সেনাসদস্য তাদের ম্যাজিস্ট্রেটের কাছে নিয়ে গেলেন। সব শুনে তিনি রাজুকে এক হাজার এবং সাজুকে পাঁচশ’ টাকা জরিমানা করলেন। অতঃপর বাড়িতে পাঠিয়ে দিলেন। রাজু মনে মনে অনুশোচনা করে, লকডাউন দেখতে টাকা লাগে, জানলে আসতাম না!

 

এ বিভাগের অন্যান্য সংবাদ


Warning: Invalid argument supplied for foreach() in /home/www/kholakagojbd.com/post/details-page.php on line 228
Electronic Paper