ঢাকা, বুধবার, ২৪ এপ্রিল ২০২৪ | ১১ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

বর্ষা রম্য

অলোক আচার্য
🕐 ৩:২৭ অপরাহ্ণ, জুন ২৯, ২০২১

বর্ষা রম্য

বস : কী ব্যাপার আরিফ সাহেব, ইদানীং প্রতিদিন অফিসে আসতে দেরি করছেন যে?
আরিফ সাহেব : মানে... বস, বাড়ি থেকে বের হতেই মুষলধারে বৃষ্টি পড়তে লাগল। ভিজতে ভিজতে অর্ধেক পথ এলাম।
বস : কিন্তু আপনার জামা-কাপড় তো শুকনো।
আরিফ সাহেব : আমি অর্ধেক পথ থেকে বাসায় ফিরে শুকনো জামা-কাপড় পরে এসেছি!

০২.
প্রথম বন্ধু : জানিস দোস্ত, বর্ষা আমার প্রিয় ঋতু!
দ্বিতীয় বন্ধু : এতদিন না তোর প্রিয় ঋতু ছিল শীত?
প্রথম বন্ধু : আরে তখন তো আর বর্ষার সঙ্গে প্রেম করতাম না!

০৩.
প্রথম বন্ধু : আচ্ছা বর্ষা এসেছে কিন্তু বৃষ্টি আসেনি এমন কোনোদিন হয়েছে?
দ্বিতীয় বন্ধু : অবশ্যই হয়েছে।
প্রথম বন্ধু : কোথায়?
দ্বিতীয় বন্ধু : আমার খালাতো বোন গত বছর বেড়াতে এসেছিল কিন্তু একফোঁটা বৃষ্টিও হয়নি। কারণ তখন তো চৈত্র মাস ছিল!

০৪.
স্যার : কী রে বল্টু, তুই নাকি বর্ষাকে নিয়ে কবিতা লিখেছিস?
বল্টু : আমি তো বর্ষা ঋতু নিয়ে কবিতা লিখেছি!

 

এ বিভাগের অন্যান্য সংবাদ


Warning: Invalid argument supplied for foreach() in /home/www/kholakagojbd.com/post/details-page.php on line 228
Electronic Paper