ঢাকা, শনিবার, ২০ এপ্রিল ২০২৪ | ৭ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

বিরহ

শিমুল শাহিন
🕐 ১২:৪৩ অপরাহ্ণ, জুন ০১, ২০২১

বিরহ

বন্ধু সজল কয়েকদিন ধরে ফেসবুকে একের পর এক বিরহমাখা স্ট্যাটাস দিয়েই যাচ্ছে। সজল আমার খুব কাছের বন্ধু, খুব ভালো করেই জানি ওর কোনো প্রেমের সম্পর্ক নাই। এমন না যে সে দেখতে ভালো না। বরং তার নম্র, ভদ্র স্বভাব আর কেয়ারিং মনোভাবের জন্য মেয়েরা তাকে একটু বেশিই পছন্দ করে। সমস্যা হলো তার কেয়ার নেওয়ার ধরন এমন যে একটা সময় মেয়েরা তাকে ভাই বানিয়ে ফেলে। তার অতিরিক্ত কেয়ার মাখানো স্বভাবের জন্য সে যাদের পছন্দ করে তাদের মুখেই একটা সময় শুনতে হয়, ‘ছি সজল ভাইয়া, আমি তো আপনাকে আপন ভাইয়ের মতো দেখি!’

সবাই তাকে নানানভাবে বুঝিয়েও তার মাখানো স্বভাবটা বদলাতে পারিনি। এই তো কয়েকদিন আগে সোমা নামের এক মেয়েকে পছন্দ করল সে। সবাই তাকে বোঝালাম এত দ্রুত প্রপোজ করিস না, তাকে আগে বুঝতে দে যে তুই ওকে পছন্দ করিস। কে শোনে কার কথা। সেদিনই দেখলাম তার আরও একটা স্ট্যাটাস দেওয়া হয়ে গেছে, ‘বেঁচে থাকতে আর ভালো লাগে না!’

সজলের আবার এমন আবেগজর্জরিত একেকটা স্ট্যাটাস দেখে তাকে কল না দিয়ে থাকতে পারলাম না। কল ধরতেই রাগীস্বরে বললাম, ‘কী রে, কী শুরু করেছিস তুই এগুলো?’
আমার উত্তর না দিয়ে সে উল্টো জানতে চাইল, ‘কী করলাম দোস্ত?’
‘এই যে একের পর এক উল্টাপাল্টা স্ট্যাটাস দিয়েই যাচ্ছিস!’
বড় একটা দীর্ঘশ্বাস ছেড়ে ও বলল, ‘কী করব দোস্ত, কিছুই যে ভালো লাগছে না!’
জিজ্ঞেস করলাম, ‘সোমা তোকে না করে দিয়েছে তাই?’
উত্তরে বলল, ‘সে তো গত মাসের কথা!’
যোগ করে বললাম, ‘তা তো জানি! সোমা না হলে কাকে নিয়ে এত বিরহ তোর?’
আমার কথার উত্তর না দিয়ে সে বলল, ‘পিংকিও না করে দিয়েছে দোস্ত!’
একটু রেগে গিয়েই বললাম, ‘পিংকিকেও প্রপোজ করা হয়ে গেছে এরই মধ্যে? আচ্ছা, তোর হাত থেকে কি কেউ বাদ যাবে না?’
একরাশ হতাশা ঢেলে সে বলল, ‘তোরা সবাই রিলেশন করিস, আমার একটা রিলেশন করতে ইচ্ছে করে না বুঝি? এ দুঃখে মরে যেতে ইচ্ছে করে।’
কিঞ্চিত রাগী স্বরেই বললাম, ‘শালা, মরে যা তুই।’
আমার কথায় অভিমানে ভেঙে পড়ল সজল। বলল, ‘বন্ধু হয়ে এমন কথা বলতে পারলি তুই!’
পাত্তা না দিয়ে বললাম, ‘হ্যাঁ পেরেছি। তা কবে মরছিস তুই?’
‘মরলে তো অনেকদিন আগেই মরে যেতাম রে। কিন্তু মরতে তো পারছি না।’
‘কেন পারছিস না?’
আমাকে অবাক করে দিয়ে সে উত্তরে বলল, ‘আমাকে পাওয়ার জন্য কোথাও না কোথাও কোনো একটা মেয়ে হয়তো রোজ রূপচর্চা করে। আমি মরলে তার কী হবে? তার কথা ভেবেই তো মরতে পারছি না!’

 

এ বিভাগের অন্যান্য সংবাদ


Warning: Invalid argument supplied for foreach() in /home/www/kholakagojbd.com/post/details-page.php on line 228
Electronic Paper