ঢাকা, বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪ | ১২ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

বিয়ে কেন করবেন?

আবদুর রব শরীফ
🕐 ১:১৮ অপরাহ্ণ, মার্চ ০৯, ২০২১

বিয়ে কেন করবেন?

যেদিন দেখলাম মিস একা চৌধুরী নামের মেয়েটা আমাদের সবার আগে বিয়ে বসেছে সেদিন বুঝলাম বিয়ে করার কোনো না কোনো কারণ আছে। হয়তো ‘নামের সাথে কামের মিল নেই’ প্রবাদটির মতো বিয়ে একটি স্ববিরোধী ক্রিয়াকলাপ। সাধারণত মানুষ আগে বিয়ে করে তারপর মনে হঠাৎ প্রশ্ন আসে, আচ্ছা, মানুষ কেন বিয়ে করে! প্রশ্নটি বউকে করা হলে সে নিশ্চিত এমন একটি উত্তর দেবে, পৃথিবীতে একটা মাত্র সুন্দরী রাজকন্যা ছিল, তার কোনো এক বাঁদরের গলায় ঝুলে যাওয়ার শখ হয়েছে তাই।

বিয়ে কেন করে বিষয়টির উত্তর স্বামী-স্ত্রী মিলে কোনো বিয়ের অনুষ্ঠানে যাওয়ার আগে প্রায় সব দম্পতি একজন আরেকজনের দিকে তাকিয়ে অনেকটা কিংকর্তব্যবিমূঢ় হয়ে খোঁজ করতে থাকে। সরকারি চাকরিজীবীদের মতে বিয়ে একটি আমলাতান্ত্রিক জটিলতার মতো বিষয়। আর প্রাইভেট চাকরিজীবীদের মতে বিয়ে হলো তার বস। বসের বস। আর উপরে আরেকটা বস, বসের ওপর একমাত্র বস টাইপ ব্যাপার।

একজন ইতিহাসের ছাত্রকে যদি আপনি প্রশ্ন করেন, বিয়ে ব্যাপারটা কেমন। সে হয়তো উত্তর দেবে, চীনের প্রথম সম্রাট কিন শি হুয়াং রাজ্যের সব বই পুড়িয়ে ফেলেছিলেন শুধু এই কারণে, তিনি চেয়েছিলেন পরবর্তী ইতিহাস তাকে নিয়ে লেখা হবে কিংবা তার থেকে সূচনা হবে। তেমনি বিয়ে ব্যাপারটিও এমন। জীবন থেকে আগত অনাগত সব সুন্দরী ললনার প্রস্থানপূর্বক কেউ একজন থেকে নতুন জীবনের যাত্রাপথের অন্যরকম মাঝে মাঝে মন খারাপ হওয়ার পরও দোকলা থেকেও একলা পথিক।

জ আর মানুষ কেন বিয়ে করে সেটি আমার মতো অর্থনীতি পডুয়া কাউকে জিজ্ঞেস করলে সে বলবে, বিয়ে হলো সুযোগ ব্যয়। একজনের বিনিময়ে পুরো দুনিয়ার যে কাউকে পাওয়ার সুযোগকে ব্যয় করা কিংবা যাকে বলে স্যাক্রিফাইস।

একজন বিবিএ পড়া কেউ তো সেদিন বলেই ফেলল, বিয়ে একটি ক্রেডিট কার্ড টাইপ ব্যাপার। আর বউ হলো খরচের মেশিন। মাঝে মাঝে যদিও ধোঁয়া ওড়াতে ভালো লাগে। হোক না সেটা অপচয়।

ফিলসোফির কোনো ছাত্র যদিও এ বিষয়ে নিজে কোনো মন্তব্য করবে না। সে খালি প্লেটো সক্রেটিস গ্যাটোকে টেনে আনবে। হয়তো দার্শনিক নয়ত সুখী মানুষ হবে থিওরি দিয়ে বিদায় হবে।

জনৈক বিসিএস পরীক্ষার্থী একবার বলেছিল, বিয়ে গঈছ পদ্ধতির মতো চারটা অপশন থাকলেও একটা মাত্র বৃত্ত ভরাট করা যায়। সঠিক উত্তর কিংবা মিথ্যে উত্তর সেটা পরের বিষয় আগে বৃত্ত তো ভরাট করবেন।

বিয়ে নিয়ে লিখব ভেবে হুট করে এক আগন্তুককে প্রশ্ন করে বসলাম, আচ্ছা আপনি বিয়ে করেছেন কেন? সে সহজ সরল ভঙ্গিতে উত্তর দিল, বাবা করেছে তাই আমি করেছি। আমি করেছি তাই আমার ছেলেও করবে। হিসাব বড্ড সহজ।

কোনো এক পরিবেশবাদী হুট করে উকুনের বিলুপ্ত হওয়া নিয়ে খুব টেনশনে আছেন। তার কাছে বিয়ে ব্যাপারটা ভিন্ন। তার কাছে বিয়ে মানে একটি উকুনের দুটো বাড়ির মালিক হওয়া। সুতরাং উকুনের মতো পরিবেশবান্ধব একটি প্রজাতি বাঁচাতে হলে আমি আপনি কিংবা সবারই বিয়ে করা উচিত। এবার বুঝেছেন, বিয়ে কেন করবেন?

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়

 

এ বিভাগের অন্যান্য সংবাদ


Warning: Invalid argument supplied for foreach() in /home/www/kholakagojbd.com/post/details-page.php on line 228
Electronic Paper