ঢাকা, শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪ | ৬ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

মশার হাত থেকে বাঁচার সহজ উপায়

অলোক আচার্য
🕐 ১২:৩৮ অপরাহ্ণ, মার্চ ০৯, ২০২১

মশার হাত থেকে বাঁচার সহজ উপায়

মশা তাড়াতে আপনি ঘরে কামান রাখতে পারেন। কথায় বলে, মশা মারতে কামান দাগা। কথায় তো আর এমনি এমনি বলে না! নিশ্চয়ই কারণ আছে। পরীক্ষা করে দেখুন। কাজে লাগলেও লাগতে পারে। আর না লাগলে এই কথা যে বলবে তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারেন। 

মশা নিধন নিয়ে একটা রিয়েলিটি শোয়ের আয়োজন করা যেতে পারে। কে কত কম কত মশা মারতে পারে সেই প্রতিযোগিতায় নামিয়ে দিন। আর যে প্রথম হবে তাকে মশা হিরো টাইপের খেতাব দিতে পারেন।

এসব প্রচেষ্টা ব্যর্থ হলে মশাদের নেতার সঙ্গে সন্ধি স্থাপন করতে পারেন। তারপর সমঝোতার ভিত্তিতে মশা কামড়ানোর হাত থেকে বাঁচতে পারেন।

আপনার সারা গায়ে মশারি নিয়ে থাকুন। বাইরে বের হলেও তা সঙ্গে রাখুন। এতে মশা আপনার শরীর পর্যন্ত পৌঁছাতেই পারবে না।

মশাদের প্রশংসা মানে তেল দিতে থাকুন। আর তেল দেওয়া ভালো হলে খুশি হয়ে আপনাকে কামড়ানো বন্ধ করলেও করতে পারে। মানুষ যেমন তেল পেতে পছন্দ করে মশাও নিশ্চয়ই করে!

মশা খাদ্য হিসেবে কোনোভাবে গ্রহণযোগ্য কি না তা গবেষণা করে বের করতে হবে। একবার যদি তা বের করা যায় তাহলে নিশ্চিত মশার সংখ্যা কমে আসবে!

মশার কামড়কে স্বাভাবিক হিসেবে ধরে নিন। একজন দাতা হিসেবে মশাকে আপনার রক্ত খেতে দিন। তাহলে আর মশার কামড় অতটা খারাপ লাগার কথা নয়!

ইঁদুর নিধন কার্যক্রমের মতো মশা নিধন কার্যক্রম হাতে নিতে পারেন। তাহলে মশার হাত থেকে রক্ষা পেতে পারেন।

 

এ বিভাগের অন্যান্য সংবাদ


Warning: Invalid argument supplied for foreach() in /home/www/kholakagojbd.com/post/details-page.php on line 228
Electronic Paper