ঢাকা, বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪ | ১২ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

বাউল

মোহাম্মদ কামরুজ্জামান
🕐 ১১:৫৫ পূর্বাহ্ণ, ফেব্রুয়ারি ১৬, ২০২১

বাউল

পাথর রেখে তার উপরে ঠুকলে আরেক পাথর-
তাতে কি আর ফেনা বেরোয়, খুশবু কি-বা আতর?
আগুন বেরোয়- সাবধানে থাক- পুড়ে যাবে গা তোর।
ক্যান বেরুবে গরম আগুন? -ওটাই হলো ধাত ওর।

ভিজলে জলে রোদে শুকায়, আগুন এসে পোড়ায়,

পশুপাখি কীটরা সবাই জন্মে জোড়ায় জোড়ায়-
সব কিছুরই পরম কোনো ধর্ম আছে গোড়ায়।
ধনুকেরও পরান কাঁপে গা থেকে তীর ছোড়ায়।

পানি কেমন গড়িয়ে চলে, উড়ে চলে বাতাস,
তিন-সাতা হয় একুশ আবার তিন-নয়ে হয় সাতাশ;
টুং করে একতারা বাজে- গান গেয়ে মন মাতাস-
সব কিছুরই কারণ আছে, পাবি যদি হাতাস্।

হাতড়ে যে পায় সে দেয় ডেকে আর সবারে কয়ে,
কেউ কয়ে যায় গানে গানে, কেউবা লেখে বইয়ে-
কেউ কবি হয়, কেউবা ওঠে বিজ্ঞানীও হয়ে।
তবেই জানি দুধ কী করে জমাট বাঁধে দইয়ে।

সাগরে ক্যান জোয়ার আসে, সূর্যে লাগে গ্রহণ,
জ্যোৎস্নারাতে পড়ে কেন চাঁদের আলো মোহন,
জল পেতে ক্যান জলধিও আকাশ করে দোহন-
জানতে ওসব কেউবা করে হিমালয়ে রোহণ।

এ কেন হয়, তা কেন হয়- লাগছে আউল ঝাউল-
ওসব কাদের মাথায় ঘোরে? -হতচ্ছাড়া -ফাউল!
লাগলে ক্ষুধা আগুন দিয়ে ফুটিয়ে খাব চাউল,
কে বলেছে খুঁজতে কারণ হয়ে যেতে বাউল?

 

এ বিভাগের অন্যান্য সংবাদ


Warning: Invalid argument supplied for foreach() in /home/www/kholakagojbd.com/post/details-page.php on line 228
Electronic Paper