ভ্যাকসিনেশন
মাহবুব নাহিদ ২:১০ অপরাহ্ণ, জানুয়ারি ২৬, ২০২১

* ভ্যাকসিন নিতে গিয়ে কেউ শুনতে পারে আপনি আসার আগেই আপনার ভ্যাকসিন দেওয়া হয়ে গেছে।
* কয়েক বছর আগে মারা যাওয়া চাচার স্ত্রী এসে খবর পাবে চাচাও নাকি ভ্যাকসিন দিয়ে গেছে। আহা রে, চাচির সে কী অভিমান!
* বিভিন্ন লোকজনের ঘরের খাটের নিচে, পুকুরে, লকারে শুধু ভ্যাকসিন ভ্যাকসিন আর ভ্যাকসিন।
* ভ্যাকসিন আনা, দেওয়া, নেওয়া শিখতে উগান্ডা, জাম্বুতি সফরে যাবে বিশেষ দল।
* দেখা গেল ভ্যাকসিনের মধ্যে কেমিকেল কী আছে জানতে পরীক্ষা করে দেখা গেল ভিতরে সেকলো গুড়া করে দেওয়া।
* পাড়ায় পাড়ায় মহল্লায় মহল্লায় ভ্যাকসিন দেওয়ার সংখ্যায় রেকর্ড করে অনেকেই বলবে, আমি বিশটা দিছি, আমি ত্রিশটা দিছি।
* দেখা গেল ভ্যাকসিন দেওয়ার যারা দায়িত্ব পেয়েছে তাদের আত্মীয়স্বজন পাড়াপ্রতিবেশী সবাই ভ্যাকসিন পাচ্ছে, মানে শুধু তারাই পাচ্ছে, বারবার পাচ্ছে।
* একসময় ভ্যাকসিনের পার্শপ্রতিক্রিয়া দেখে অনেকেই ভ্যাকসিন নিতে চাইবে না, তখন ভ্যাকসিনের ওপর লেখা হলো ঠধপপরহব ঃধশরহম রং রহলঁৎরড়ঁং ঃড় যবধষঃয, রঃ পধঁংবং পধহপবৎ! তারপর ঠিকই সবাই নেবে। এরপর ভ্যাকসিন নিয়ে গান হবে, নাচ হবে, লাইকি হবে, টিকটক হবে, ব্লগ হবে, ভ্লগ হবে। ভ্যাকসিনের সঙ্গে সেলফি তুলতে সবাই সিরিয়াল দেবে।