মজারু
অর্পণ দাশগুপ্ত ১:৪৫ অপরাহ্ণ, জানুয়ারি ২৬, ২০২১

কম্পিউটার ব্যবহার করার সময় তো সব বাটনই তো ধীরে ধীরে প্রেস করেন। কেবল আমার পালা এলেই ওমন ঘটাং করে বাটন টেপেন কেন?
ইতি
কম্পিউটার কি-বোর্ডের ‘এন্টার’ বাটন
দুই.
একদিন এক রাস্তা দিয়ে একজন দরিদ্র দিনমজুর, একজন গম্ভীর মহিলা, একজন সুপারম্যান এবং একজন সৎ সরকারি কর্মকর্তা হেঁটে যাচ্ছিলেন। হঠাৎ দেখা গেল রাস্তার মাঝে একটা ৫০০ টাকার নোট পড়ে আছে। এখন প্রশ্ন হলো টাকাটা কে কুড়িয়ে পাবেন?
অবশ্যই দরিদ্র দিনমজুরটি!
কারণ এখানে দিনমজুর ছাড়া বাকি সব কয়টি চরিত্র পুরোপুরি কাল্পনিক!