ঢাকা, শনিবার, ২০ এপ্রিল ২০২৪ | ৭ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

যথার্থ উপহার

শফিক হাসান
🕐 ১২:২৭ অপরাহ্ণ, জানুয়ারি ০৫, ২০২১

যথার্থ উপহার

সরকারি দল, বিরোধী দলকে: আন্দোলনের তাজা ইস্যু।
বিরোধী দল, সরকারকে: নিরুপদ্রব আন্দোলনে কুম্ভকর্ণের ঘুম।

প্রেমিকা, প্রেমিককে: সুন্দরী বান্ধবীর ফোন নম্বর।
প্রেমিক, প্রেমিকাকে: হোটেল খাই খাই-এ অবাধে যাতায়াতের গ্রিন কার্ড।

বাবা-মা, বেকার সন্তানকে: খোঁটামুক্ত সচ্ছন্দ জীবন।

বেকার সন্তান, বাবা-মাকে: চাকরির খোঁজ জাতীয় পত্রিকা।

ডাক্তার, রোগীকে: বাড়তি টেস্টমুক্ত চিকিৎসা।
রোগী, ডাক্তারকে: নিরোগ মানুষের ছবি।

কবি, পাঠককে: প্যাঁচহীন কবিতা।
পাঠক, কবিকে: ওয়াশিং পাউডার।

বাড়িওয়ালা, ভাড়াটিয়াকে: ভাড়া কমানোর নোটিস।
ভাড়াটিয়া, বাড়িওয়ালাকে: ঘরজামাই হওয়ার প্রস্তাব।

রিকশাওয়ালা, যাত্রীকে: ‘ইনসাফ’মুক্ত ভাড়ার রেট।
যাত্রী, রিকশাওয়ালাকে: চালককে যাত্রীর আসনে বসিয়ে নিজেই গাড়ি চালিয়ে গন্তব্যে আসা।

রাজনীতিবিদ, জনগণকে: ‘সহজপাচ্য’ প্রতিশ্রুতি।
জনগণ, রাজনীতিবিদকে: ‘বিশ্বাসের’ প্রতিশ্রুতি।

শিক্ষক, ছাত্রকে: কোচিং পড়তে প্রলোভিত না করা।
ছাত্র, শিক্ষককে: ‘হেডু’, ‘টেউ’ ধরনের উপাধি না দেওয়া।

বাংলা সিনেমার নায়িকা, দর্শককে: পূর্ণদৈর্ঘ্য পোশাকে অভিনয়।
দর্শক, বাংলা সিনেমার নায়িকাকে: ‘সম্পূর্ণ রঙিন’ প্রশংসা।

দোকানদার, ক্রেতাকে: বগিজগিমুক্ত পণ্য।
ক্রেতা, দোকানদাকে: ভেজালমুক্ত নোট।

সন্ত্রাসী, জনতাকে: ব্যথামুক্ত গুলি।
জনতা, সন্ত্রাসীকে: চরিত্রবান হওয়ার উপায় শীর্ষক বই।

স্বামী, স্ত্রীকে: সুন্দরীতমা উপাধি।
স্ত্রী, স্বামীকে: চোখ থাকিতে অন্ধ হওয়ান ভান।

 

এ বিভাগের অন্যান্য সংবাদ


Warning: Invalid argument supplied for foreach() in /home/www/kholakagojbd.com/post/details-page.php on line 228
Electronic Paper