আপনি যখন বাংলা সিনেমার নায়ক!
অলোক আচার্য ১২:২০ অপরাহ্ণ, ডিসেম্বর ০১, ২০২০

আপনি হবেন কলেজের সবচেয়ে ভালো ছাত্র। সব মেয়ে আপনার প্রেমে হাবুডুবু খেতে থাকবে। কিন্তু তাদের কাউকে পাত্তা দেবেন না। শেষপর্যন্ত নানা ঘটনার শেষে নায়িকার প্রেমে পড়বেন।বাস্তব জীবনে আপনি ফার্স্ট ক্লাস ফার্স্ট না হলেও সিনেমার নায়ক হলে ফার্স্ট ক্লাস ফার্স্ট হতে পারবেন।
এ আনন্দে নায়িকার সঙ্গে একটি ইচিং বিচিং টাইপের নাচগান করতে হবে!
আপনার প্রেমিকার বড়লোক বাবাকে চ্যালেঞ্জ করে খুব তাড়াতাড়ি কোটিপতি হয়ে যাবেন। যদি নায়ক হন তাহলে একসঙ্গে দশ বা পঞ্চাশ জনের সঙ্গে মারামারিতে একাই যথেষ্ট। সবাই আপনার কাছে পিঁপড়ার মতো মনে হবে! আপনি নায়ক হলে পরীক্ষার সঙ্গে সঙ্গে চাকরির পরীক্ষাতেও প্রথম হতে পারবেন! এ আনন্দে প্রেমিকার সঙ্গে নাচগানে অংশ নিতে হবে। এ সময় আপনাকে বৃষ্টিতে ভিজতে হতে পারে!