ঢাকা, বুধবার, ২৪ এপ্রিল ২০২৪ | ১০ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

বাজার কথন!

অলোক আচার্য
🕐 ২:৪৭ অপরাহ্ণ, অক্টোবর ২৭, ২০২০

প্রথম ব্যক্তি : ভাই, বাজারে যাচ্ছেন?
দ্বিতীয় ব্যক্তি : জি ভাই।
প্রথম ব্যক্তি : জানেন তো ভাই, বাজারে আগুন লাগছে?
প্রথম ব্যক্তি : কন কী ভাই? তাইলে তো ফায়ার ব্রিগেড খবর দিতে হয়!

বউ : ঘটনা কী? সবাই বাজারে যায় সকালে আর তুমি যাচ্ছ দুপুর বারোটায়।
স্বামী : আরে, এ সময় বাজারে গেলে জিনিসপত্রের দাম একটু কম পাওয়া যায়।

স্বামী : বউ শুনছ, তুমি অনেকদিন থেকেই বাপের বাড়িতে যেতে চাচ্ছিলে। কালই তোমাকে বাপের বাড়িতে পাঠিয়ে দিই। মাসখানেক থেকে আসো।
বউ : কী যে বলো তুমি! তোমাকে ছেড়ে একদিন থাকতে পারি না আর একমাস! তাছাড়া তুমি বলার আগেই আমি আমার মা-বাবাকে এখানে আসতে বলেছি। ওরা এলো বলে!

সাধু বাবা : বল তুই আমার কাছে কী চাস?
জনৈক ভক্ত : বাবা, আমি বাজার করার হাত থেকে মুক্তি চাই। দয়া করে উপায় বলেন!
সাধু বাবা : শোন, যদি বাজার করার হাত থেকে মুক্তি চাস তাহলে সোজা আমার রাস্তা ধর। মানে সাধু হয়ে যায়। আরে আমি তো এ যন্ত্রণাতেই সাধুর পথ ধরেছি!

 

এ বিভাগের অন্যান্য সংবাদ


Warning: Invalid argument supplied for foreach() in /home/www/kholakagojbd.com/post/details-page.php on line 228
Electronic Paper