ঢাকা, শনিবার, ২০ এপ্রিল ২০২৪ | ৬ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

চশমা রহস্য

অভিজিত বড়ুয়া বিভু
🕐 ৩:৩৫ অপরাহ্ণ, জুন ২৩, ২০২০

অভিরূপ নাকি আগে ফুটবল খেলত। যার কারণে ফুটবল ক্যাম্পে থাকা। কোনো এক জাতীয় দিবসে ক্যাম্প বন্ধ হবে। ছুটিতে সবাই যার যার বাড়ি ফিরবে। কথাপ্রসঙ্গে অভিরূপকে তখন এক সিনিয়র ভাই বলল, ‘কী রে অভি। বাড়ি যাচ্ছিস। তোর বৌদির জন্য সানগ্লাস নিয়ে যাবি না?’ অভিরূপ অবাক। সানগ্লাস? বৌদির জন্য সানগ্লাস কেন? অভিরূপ বলল, ‘মোসলেম ভাই আপনি কখন যে কী বলেন বোঝা দায়। বৌদির জন্য সানগ্লাস কেন নেব? আমার খেয়েদেয়ে আর কাজ নাই?’ মোসলেম ভাই বলল, ‘আরে বোকা আদর পেতে হলে তো বৌদিকে সানগ্লাস উপহার দিতে হয়। নইলে ভালোবাসবে না। কাছে যেতে দেবে না। দূরে দূরে সরিয়ে রাখবে।’ ‘খুলে বলবেন তো! কোন সানগ্লাসের কথা বলছেন।’

তারপর মোসলেম ভাই আকার ইঙ্গিতে যা বলল তা হল এইÑ ‘বৌদিরা বুকে যে নরম জিনিসটা পরে, তাকে বলা হয় দুই চোখা চশমা। সেই চশমা কালো, লাল, নীল, গোলাপি যে কোনো রঙের হতে পারে।’

অভিরূপের সেই সে দিনের কথা মনে পড়লে এখনো বড্ড হাসি পায়।

কিন্তু আজ! আজ হঠাৎ সেই সময়কার চশমা সংক্রান্ত ব্যাপার চোখে পড়ল। আচ্ছা গল্পের শেষ অংশে চশমা নাকি অন্যকিছু তা ব্যাখ্যা দেওয়া হবে।

এখন কত জনে কত রকম মাস্ক মুখে দিচ্ছে। যে যার মতো। সেদিন অফিসে এক বসের মাস্ক দেখে অভিরূপের খুব হাসি পেল। ব্যাপারটা মজার বৈ কি। তারপর অভিরূপ ব্যাপারটা এক এক করে সমমনা কলিগদের সঙ্গে শেয়ার শুরু করল। প্রথমে আরিফ ভাইকে ডেকে বলল, ‘দেখেন তো, বসের মাস্কটা সুন্দর না। গোলাপি রঙ। নিঃশ্বাস নেওয়ার সঙ্গে সঙ্গে কখনো ফুলে উঠছে কখনোবা চুপসে যাচ্ছে। খুব মজার না। দেখতে ঠিক ইয়ের মতো না?’

আরিফ বলল, ‘ঠিকই। মনে হয় তো ভাবির দুইটা ইয়ে থেকে একটা খুলে এনে মুখে বসাল। মজা পেলাম। ধন্যবাদ বিনোদন দেওয়ার জন্য।’

তারপর আরও চার পাঁচজনকে ডেকে এনে বসের গোলাপি মাস্কের বর্ণনা দিল। মজা করল।

ভুলে বসে আছি। ও হ্যাঁ মনে পড়ল। গোলাপি রঙা মাস্কটা দেখতে ঠিক অভিরূপের সিনিয়র ভাইয়ের বর্ণনা দেওয়া চশমার মত। ব র ফলা আকার। উচ্চারণ করলে যা হয়।

 

এ বিভাগের অন্যান্য সংবাদ


Warning: Invalid argument supplied for foreach() in /home/www/kholakagojbd.com/post/details-page.php on line 228
Electronic Paper