ঢাকা, বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪ | ১২ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

কাউন্সিলরের সাক্ষাৎকার

মুহা. তাজুল ইসলাম
🕐 ১০:২৯ অপরাহ্ণ, সেপ্টেম্বর ০৯, ২০১৯

কাল্পনিক সাক্ষাৎকার নিয়েছেন মুহা. তাজুল ইসলাম

ঢাকার বয়স চারশ’ বছর হয়ে গেলেও পরিকল্পিত নগরায়ণ হলো না। দায় কার?

কে বলেছে পরিকল্পনা নেই? আকাশছোঁয়া সব দালান হচ্ছে, দালানের সামনে রাস্তা আছে, পানি-গ্যাস সব আছে!

অধিকাংশ বিল্ডিংয়ে অগ্নি নির্বাপণের ব্যবস্থা নেই। অনেক ক্ষেত্রেই বিল্ডিং কোড মানা হচ্ছে না...।
কথাটা মোটেও ঠিক না। আগুন নেভানোর জন্য প্রতি তলায় বাথরুমে বালতি ভরা পানি থাকে। এ ছাড়া এখন অনেক পরিবেশবান্ধব ভবন তৈরি করা হচ্ছে। যেখানে রডের পরিবর্তে প্রাকৃতিক বাঁশ ব্যবহারে ব্যাপক জনপ্রিয় হচ্ছে!

অনেক রাস্তায় অল্প বৃষ্টিতে হাঁটুসমান পানি হয়। নিষ্কাশনের অবস্থা ভালো নয় কেন?
দেখুন, ঢাকা শহর লন্ডন সিঙ্গাপুরের মতো হয়ে গেলেও আমরা চেষ্টা করছি ভেনিসের মতো পরিবেশ সৃষ্টি করতে। যেখানে মানুষ রাস্তার উপরে নৌকায় চড়তে পারে।

ওয়াসার পানিও খাওয়ার অনুপযোগী...।
কথাটা ঠিক না। ঢাকার সাপ্লাইয়ের পানি নদী বা খালের চেয়েও সুপেয়। বিশ্বাস না হলে খেয়ে দেখুন!

দেড় যুগ হয়ে গেলেও ডেঙ্গু প্রতিরোধে কার্যকর কোনো পদ্ধতির প্রয়োগ হয়নি। যেখানে অনেক শহরই ডেঙ্গু প্রায় নির্মূল করতে পেরেছে...।
ডেঙ্গু নির্মূল করাই সমাধান নয়। অন্যদের মতো অপরিকল্পিতভাবে নির্মূল না করে আমরা এখনও শিখছি। এ বিষয়ে কী শেখা যায়!

ঢাকা শহর এবার পৃথিবীর মধ্যে বসবাসের অনুপযোগী শহরগুলোর মধ্যে তৃতীয় হয়েছে। এ কৃতিত্ব কার?
বিষয়টি ষড়যন্ত্র ছাড়া কিছুই নয়। প্রায় দুই কোটি মানুষ থাকছে, প্রতিনিয়ত সংখ্যা বৃদ্ধিও পাচ্ছে। মানুষ তো আর এমনি এমনি থাকছে না!

উন্নত বিশ্বে প্রতিটি বাড়ি থেকে ময়লা-আবর্জনা সংগ্রহ করা হয়। রাস্তায় কিছু দূরত্বে ময়লার বাস্কেট রাখা হয়। ঢাকার অধিকাংশ জায়গায় ময়লা ফেলার ব্যবস্থা নেই কেন?
কে বলেছে ময়লা ফেলার ব্যবস্থা নেই! পুরো শহরকেই ময়লা ফেলার জন্য উন্মুক্ত করে দেওয়া হয়েছে। যে কেউ চাইলে, যেখানে ইচ্ছে ফেলতে পারে!

ঢাকা শহরের যানজট, ফিটনেসহীন গাড়ি, লাইসেন্সবিহীন চালকদের ব্যাপারে যদি কিছু বলতেন!
যানজট বাড়ছে মানে গাড়ির সংখ্যা বৃদ্ধি পাচ্ছে, যা উন্নয়নের নমুনা! ফিটনেসহীন গাড়ি নেই কারণ দুই একসময় ঠেলা ছাড়া সবসময় গাড়িগুলো সুন্দরভাবে চলছে। কিছু টাকা খরচ করলেই যেখানে অহরহ লাইসেন্স পাওয়া যায়, সেখানে লাইসেন্সহীন গাড়ি
চালানোর দায় আমরা নিতে পারি না!

 

এ বিভাগের অন্যান্য সংবাদ


Warning: Invalid argument supplied for foreach() in /home/www/kholakagojbd.com/post/details-page.php on line 228
Electronic Paper