ঢাকা, বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪ | ১২ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

বাঁশের বিবিধ ব্যবহার

মাহবুব নাহিদ
🕐 ৩:২৫ অপরাহ্ণ, আগস্ট ২৭, ২০১৯

> মারামারি লাগলে বড় বাঁশের বাড়ি খেয়ে মাথা ফাটানো যায়।
> স্কুলে স্যারের কাছে কচি বাঁশের কঞ্চির বাড়ি খাওয়া যায়।
> বাঁশের মধ্যে চিকেন রেখে রান্না করে খাওয়া যায়, বাঁশের কঞ্চিও রান্না করে খাওয়া যায়।

> ভ্রমণপথে যাত্রাবিরতি দেওয়া হয় যেসব হোটেলে, যেকোনো খাবারই বাঁশের মতো মনে হয়।
> বাজার থেকে গরুর মাংস কিনে এনে রান্না করার পর মোষের মাংস পাওয়া গেলে সেটাকে বাঁশ খাওয়াই বলে।
> ফেসবুকে রঙিন ছবি দেখে ক্রাশ খেয়ে প্রেম হয়ে যাওয়ার পর সামনাসামনি দেখলে বাঁশ খাওয়ার মতোই লাগে।
> নিজের বউকে নিয়ে শপিং করতে গেলে দোকানদার আপনাকে সুন্দর মতো বাঁশই খাইয়ে দেবে।
> বাসরঘরে বউয়ের মেকাপ খোলার পর অচেনা মনে হলে তাকে বাঁশ খাওয়াই বলে।

 

এ বিভাগের অন্যান্য সংবাদ


Warning: Invalid argument supplied for foreach() in /home/www/kholakagojbd.com/post/details-page.php on line 228
Electronic Paper