ঢাকা, বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪ | ১২ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

দিন শুরু হোক ঘুষ দিয়ে

সুজন মজুমদার
🕐 ১২:৫০ অপরাহ্ণ, জুন ২৫, ২০১৯

১.
স্যার : ঘুষখোর আর সুদখোরের উদাহরণ দাও?
পাপ্পু : এই ধরেন, আমি আপনার কাছে প্রাইভেট পড়ার কারণে পড়া না পারলে আমাকে মারেন না। আগে আপনার কাছে প্রাইভেট পড়তাম না, তখন পড়া না পারলে আমাকে সুদ-আসলের অঙ্ক শেখাতেন!

২.
স্যার : ঘুষ আর সুদের মধ্যে পার্থক্য কী?
পাপ্পু : ঘুষ হচ্ছে অবৈধ আর সুদ হচ্ছে বৈধ।
স্যার : কীভাবে?
পাপ্পু : ঘুষ গোপনে লেনদেন হয় আর সুদ প্রকাশ্যে!

৩.
স্যার : যে ঘুষ খায় তাকে ঘুষখোর বলে আর যে সুদ খাই তাকে সুদখোর বলে। এ রকম উদাহরণ কে দিতে পারবে?
পাপ্পু : যে ডাল খায় তাকে ডালখোর, যে বাবা খায় তাকে বাবাখোর, যে গাঁজা খায় তাকে গাঁজাখোর।
স্যার : চুপ কর! ভালো জিনিস দেখিস না!

 

 

এ বিভাগের অন্যান্য সংবাদ


Warning: Invalid argument supplied for foreach() in /home/www/kholakagojbd.com/post/details-page.php on line 228
Electronic Paper