ঢাকা, শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪ | ৬ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

ফেসবুক চিত্রনাট্য

তানজিনুর সাফি ইথুন
🕐 ২:৫৮ অপরাহ্ণ, মে ২৮, ২০১৯

ফেসবুক চ্যাটিং গ্রুপে কথা হচ্ছে নায়ক, নায়িকা ও নায়িকার বাবার।

নায়িকা : বাবা, ওর নাম রাজু, আমার ফেসবুক ফ্রেন্ড, ওকে আমি ভালোবাসি।

নায়িকার বাবা : (নায়কের উদ্দেশে) তোমার ফোনে কত জিবি ইন্টারনেট আছে?

নায়ক : সব সময় ইন্টারনেট থাকে না আঙ্কেল। আজকে ইন্টারনেট কিনিনি। আপনার মেয়ের সঙ্গে রাতে কথা বলবো বলে মিনিট কিনেছি।

নায়িকার বাবা : যার মিনিট কিনতে ইন্টারনেট ফুরায় এমন ছোটলোকের সঙ্গে মেয়ের বিয়ে দেব না। বল ছোটলোক, কত জিবি ইন্টারনেট হলে তুই আমার মেয়েকে আনফ্রেন্ড করে দিবি?

নায়ক : চৌধুরী সাহেব, ইন্টারনেট প্যাকেজ কেনার টাকা না পারে কিন্তু আমাদেরও স্মার্টফোন আছে।

নায়িকার বাবা : মধু মা, তুই এই ছোটলোককে ভুলে যা। আমার পছন্দ করা ওয়াইফাই দিয়ে ফেসবুক চালানো ছেলের সঙ্গেই তোর বিয়ে দেব।

নায়ক : চৌধুরী সাহেব, টাকা দিয়ে আপনি ইন্টারনেট কিনতে পারলেও ভালোবাসা কিনতে পারবেন না।

নায়িকার বাবা : মধু মা, ফেসবুক সোসাইটিতে আমার একটা সম্মান আছে। তুই এই ছোটলোকটাকে ব্লক করে দে। ওকে তুই ভুলে যা।

নায়িকা : বাবা, রাজু আর মধুকে ফেসবুকে কেউ আলাদা করতে পারবে না। স্বয়ং মার্ক জুকারবার্কও না!

 

এ বিভাগের অন্যান্য সংবাদ


Warning: Invalid argument supplied for foreach() in /home/www/kholakagojbd.com/post/details-page.php on line 228
Electronic Paper