ঢাকা, বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪ | ১২ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

এই গরমে রোজা

স্বপন শর্মা
🕐 ২:২৮ অপরাহ্ণ, মে ১৪, ২০১৯

আকাশ বাতাস তপ্ত হয়ে গ্রীষ্ম যখন আসে
বোশেখ জ্যৈষ্ঠ দু’য়ে মিলে মুচকি করে হাসে
গরম তখন শরম ভুলে সবখানে দেয় হানা
এই কথাটা নয়তো নতুন সবার আছে জানা।

রাজধানীরই রাজপথে ঠিক চলতে থাকি যখন
জ্যামে পড়ে আটকে থাকি ঘেমে যাচ্ছি তখন
সূর্যতাপে, হচ্ছি আমরা ‘ভিজিয়ে রাখা মণ্ড’
রোদের জ্বালায় দিনের কাজটা হচ্ছে সবে পণ্ড।

খিঁচড়ে মেজাজ এখন সবার চান্দিও বেশ গরম
তার ওপরে রোজার ধকল ভোগান্তি হয় চরম।
এই গরমে ঘেমে নেয়ে অতিষ্ঠ এ জানটা
ইফতারে রয় কমন মেন্যু কোক সেভেনআপ ফান্টা।

থাকছে আরও লেবুর পানি, বরফ কুঁচির সাথে
গিন্নি বেজায় পতিব্রতা তালপাখা নেয় হাতে,
হঠাৎ এমন আপ্যায়নে শরীরটা দেয় জানান
সর্দি কাশি জ্বর এসে যায়, থাকছে অসুখ নানান।

ছুটছে মানুষ চারদিকে আজ, একটু শান্তি থাকা
কারও ঘরে ফ্যান ঘোরে আর কারও এসির পাখা
তবুও তাদের নেই তো শান্তি ছটফট করে মরে;
গাছতলাতে গরিব-দুঃখী ক্যামনে যে বাস করে!

 

 

এ বিভাগের অন্যান্য সংবাদ


Warning: Invalid argument supplied for foreach() in /home/www/kholakagojbd.com/post/details-page.php on line 228
Electronic Paper