ঢাকা, শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪ | ৬ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

এইচএসসি পরীক্ষার প্রস্তুতি

ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা

ফাতেমা বেগম
🕐 ১:১৬ অপরাহ্ণ, এপ্রিল ১৬, ২০১৯

প্রথমপত্র
১। ইউরিয়া সার কোন শিল্পের অন্তর্গত?
ক) যৌগিক খ) বিশ্লেষণ
গ) সংযুক্ত ঘ) প্রক্রিয়াভিত্তিক
২। জাতীয় বাজেট কোন পরিবেশের অন্তর্ভুক্ত?
ক) সামাজিক খ) অর্থনৈতিক
গ) রাজনৈতিক ঘ) আইনগত

৩। অংশীদারি আইনানুযায়ী কোন ধরনের অংশীদার ব্যবসায় পরিচালনায় অংশগ্রহণ করতে পারে না?
ক) সীমিত খ) নামমাত্র গ) প্রতিবন্ধ ঘ) নিষ্ক্রিয়
৪। বিজ্ঞাপন ব্যয় চূড়ান্ত পর্যায়ে কে বহন করে?
ক) খুচরা ব্যবসায়ী খ) উৎপাদক
গ) পাইকার ঘ) ভোক্তা
৫। সর্বপ্রথম কোন দেশে প্যাটেন্ট আইনের ধারণা সূচিত হয়?
ক) যুক্তরাষ্ট্র খ) ভারত গ) জার্মানি ঘ) যুক্তরাজ্য
৬। জাতীয় সমবায়ের সদস্য হতে পারে-
i. প্রাথমিক সমবায় সমিতি
ii. কেন্দ্রীয় সমবায় সমিতি
iii. জাতীয় সমবায় সমিতি
নিচের কোনটি সঠিক?
ক) i খ) ii গ) i ও ii ঘ) ii ও iii
৭। একটি মিলের শ্রমিকরা একটি সমবায় বিপণি থেকে বছরে ১ লাখ টাকা মুনাফা করেছে। তারা সংরক্ষিত তহবিলে মুনাফার ন্যূনতম কত টাকা জমা রাখবে?
ক) ১০,০০০ খ) ১৫,০০০
গ) ১৮,০০০ ঘ) ২৮,০০০
৮। নিচের কোন সংগঠনটি বিবরণপত্রের বিকল্প বিবৃতি প্রকাশ করে?
ক) সমবায় সমিতি খ) প্রাইভেট লি. কোম্পানি গ) রাষ্ট্রীয় ব্যবসায় ঘ) পাবলিক লি. কোম্পানি
৯। নিচের কোন প্রতিষ্ঠান থেকে অবকাঠামোগত সুবিধা পাওয়া যায়?
ক) বিসিক খ) এসএমই ফাউন্ডেশন
গ) রপ্তানি উন্নয়ন ব্যুরো ঘ) বিজিএমইএ
১০। নিচের কোনটি আঞ্চলিক বাণিজ্য সংস্থার বহির্ভূত?
ক) বিশ্ববাণিজ্য সংস্থা খ) আসিয়ান
গ) সার্ক ঘ) ইউরোপীয় ইউনিয়ন
১১। BIMSEC-এর বর্তমান সদস্য রাষ্ট্রের সংখ্যা কয়টি?
ক) ৭টি খ) ৬টি গ) ৫টি ঘ) ৪টি
১২। ব্যবসায় পরিচালনাকালে কোন অংশীদার তৃতীয় পক্ষের সঙ্গে চুক্তিবদ্ধ হলে তার জন্য কে দায়ী হবে?
ক) সব অংশীদার খ) ওই অংশীদার
গ) ব্যবসায় পরিচালকরা
ঘ) সব অংশীদারের পক্ষে একজন
১৩। ব্যবসায় সামাজিক দায়িত্ব পালনের মাধ্যমে কী অর্জিত হয়?
ক) একচেটিয়া আধিপত্য খ) ব্যবসায়িক সুনাম
গ) অধিক মুনাফা ঘ) বিক্রয় বৃদ্ধি
১৪। নিচের কোনটি ব্যবসায়ের মৌলিক ও গুরুত্বপূর্ণ কাজ?
ক) মুনাফা অর্জন খ) ক্রয়
গ) বিক্রয় ঘ) পরিবহন
১৫। নিচের কোনটি প্রাথমিক শিল্পের অন্তর্ভুক্ত নয়?
ক) প্রজনন শিল্প খ) কৃষি শিল্প
গ) সংযোজন শিল্প ঘ) নিষ্কাশন শিল্প
১৬। ‘বিনিয়োগ নীতি’ ব্যবসায় পরিবেশের কোন উপাদানের অন্তর্গত?
ক) অর্থনৈতিক খ) রাজনৈতিক
গ) আইনগত ঘ) সামাজিক
১৭। পাবলিক লিমিটেড কম্পানির জন্য পরিমেল নিয়মাবলির বিকল্প হলো-
ক) টেবিল-এ খ) টেবিল-বি
গ) টেবিল-এফ ঘ) টেবিল-ই

ফাতেমা বেগম
শিক্ষক, বর্ণমালা আদর্শ স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা।

উত্তর : ১. ক ২. খ ৩. ক ৪. ঘ ৫. ঘ ৬. গ ৭. খ ৮. ঘ ৯. ক ১০. ক ১১. ক ১২. খ ১৩. খ ১৪. খ ১৫. গ ১৬. খ ১৭. ক।

 

এ বিভাগের অন্যান্য সংবাদ


Warning: Invalid argument supplied for foreach() in /home/www/kholakagojbd.com/post/details-page.php on line 228
Electronic Paper