ঢাকা, বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪ | ১২ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

আদর্শ বউ

সোমের কৌমুদী
🕐 ১২:৩৪ অপরাহ্ণ, এপ্রিল ১৬, ২০১৯

জুঁই ও জয় একে-অপরকে ভালোবাসে। দুই পরিবারের সম্মতিতে এ ভালোবাসা পূর্ণতা পাচ্ছে কিছুদিন পর। অল্প কদিন পরই ওদের বিয়ে। আজ জুঁইয়ের এনগেজমেন্ট। কিন্তু ওর মনটা খুশির পরিবর্তে অনেক খারাপ। জয়ের বাসা থেকে বলেছে, ওরা রাত ৮টার সময় আসবে। শুনে বিকাল থেকে মন বিষাদে ভরে গেছে। তখন জুঁইয়ের টিভি সিরিয়াল দেখার সময়। আজ রাত ৮টায় সময় ওর প্রিয় সিরিয়াল ‘আদর্শ বউ’ প্রচারিত হবে। সিরিয়ালটা টিভিতে প্রচার শুরুর পর থেকে ও প্রতিনিয়ত স্বপ্ন বোনে সিরিয়ালের নায়িকার মতো আধুনিক আদর্শ বউ (ডাইনি) হওয়ার।

আংটি বদলের পর জয়ের মুরব্বিরা সবাই জুঁইয়ের প্রশংসা শুরু করল। কেউ বলে, খুব মিষ্টি মেয়ে, কেউ বলে, খুব লক্ষ্মী মেয়ে। এমন সময় জয়ের প্রবাসী ফুপু জুঁইকে কাছে ডেকে পাশে বসাল।

-মা, তুমি রান্নাবান্না করতে জানো?
-হুম। মাথা নিচু রেখেই উত্তর দিল জুঁই।
-আচ্ছা, মা। তোমার জীবনের লক্ষ্য কী?
-একজন আদর্শ বউ হতে চাই।

শোনামাত্র মারহাবা মারহাবা, লক্ষ্মী মেয়ে, সোনা মেয়ে ইত্যাদি কথায় মুখরিত হয়ে উঠল ঘর।
আজ থেকে সম্পূর্ণ ভিন্ন জীবন শুরু হলো জুঁইয়ের।
এখন থেকে সে এক পরিবারের বউ, বাড়ির একমাত্র বউমা।

বাসর ঘরে ফুলশয্যায় একা একা বসে আছে সে। শোরগোল করতে করতে ঘরে প্রবেশ করল এক দল মেয়ে। তারা সবাই ওকে ঘিরে বসল।

সবাই জয়ের কাজিন। এদের মধ্যে সবচেয়ে চঞ্চল হেনা। সে-ই প্রথম কথা বলল-কী, ভাবী, ভয় পেয়েছো সারা রাত জ্বালাব বলে? ভয়ের কিছু নেই। আমরা একটু পরই এখান থেকে চলে যাব। আমি তো আজকেই আমাদের বাড়ি চলে যাব।
-আরও দু’একদিন থেকে যাও। সবাই মিলে মজা করব। মাথার ঘোমটা সরাতে বলল জুঁই।

-না, ভাবী। কাল আমাকে কলেজে যেতে হবে। সবচেয়ে বড় কথা, কাল রাত ৮টায় আমার প্রিয় টিভি সিরিয়াল আদর্শ বউ প্রচারিত হবে।

-ও, তাই! জানো, ওটা আমারও প্রিয় টিভি সিরিয়াল। তুমি থেকে যাও। কাল সবাই একত্রে সিরিয়ালটা দেখব।
জুঁইয়ের কথা শুনে হেনা যেন চমকে উঠল। সংশয় নিয়েই বলল-ও, মা! তুমি জানো না, জয় ভাইয়ার বাসায় টিভি সিরিয়াল দেখা সম্পূর্ণ নিষিদ্ধ। এটা খালুর কড়া হুকুম।

জুঁইয়ের মাথায় যেন বাজ পড়ল। প্রচণ্ড ঘামছে সে। চোখের দৃষ্টি ঝাপসা হয়ে গেল।
তারপর কিছু মনে নেই ওর। জ্ঞান ফিরলে দেখল, হাসপাতালের বেডে শুয়ে আছে সে!

 

এ বিভাগের অন্যান্য সংবাদ


Warning: Invalid argument supplied for foreach() in /home/www/kholakagojbd.com/post/details-page.php on line 228
Electronic Paper