ঢাকা, বুধবার, ১৭ এপ্রিল ২০২৪ | ৩ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

যানজটে বাহনের ভাবনা

সুজন মজুমদার
🕐 ১:৩৩ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২৬, ২০১৯

বাস
সড়কপথে প্রায় আমি সবার বড়। অথচ, সকল প্রকার যানবাহনের সঙ্গে আমিও দাঁড়িয়ে আছি। নিজেকে খুব অসহায় মনে হয়। কারণ, যখন আমি দ্রুতগতিতে চলি আমার হেলপার অন্য গাড়ি দেখলে শুধু বলে চাপেন। চাপেন বলার সঙ্গে সঙ্গে সব গাড়ি দূরে সরে আমাকে জায়গা ক্লিয়ার করে দেয়। অথচ, এখন আমি অসহায়।

ট্রাক
জ্যামে থাকতে থাকতে আমার ক্ষুধা লেগে গেছে। কখন যে বাসায় পৌঁছাবো, গোসল করব, খাবার খাব তারপর ঘুমাবো।

প্রাইভেটকার
ইস আর পারছি না। আমি ভদ্র ও ধনী ফ্যামিলির সন্তান। রাস্তাঘাটে ইতর, বদমাশ, ছোট-বড় গাড়ির সঙ্গে আটকে আছি। মানসম্মানের ওপর আঘাত লাগছে!

অ্যাম্বুলেন্স
আমিও মাইনকা চিপায় আটকে গিয়েছি। বের হওয়ার কোনো রাস্তা নেই। আমার হর্নের সঙ্গে সবাই বুঝে যেত কে এসেছে এবং আমাকে সাইড দিয়ে দিত। অথচ আজ আমার হর্নেও কাজ হচ্ছে না। ইস! আমার যদি পাখির মতো ডানা থাকত আকাশপথে উড়ে যেতাম।

সিএনজি
জ্যামে থাকতে থাকতে বারোটা বেজে যাচ্ছে। জ্যামের হাওয়া খুবই বিরক্তিকর। আর পারছি না। আমাকে কেউ বাঁচাও। হাওয়ার সাহায্যে তো আকাশে উড়োজাহাজ চলে। আমিও কি পুরা গিয়ার দিয়ে ট্রাই করে দেখবো!

রিকশা
অনেকক্ষণ ধরে যানযটে বসে আছি। মাথা গরম। এই গরমের ভেতরে বসা ছ্যামড়া আর ছ্যামড়িটা কি সব করতেছে বুঝবার পারি না। তোরা সব কর কিন্তু শব্দ হইবো কেন! গরম হইছিস বইলা তোগো শরীরে কি গরমও লাগে না?

 

এ বিভাগের অন্যান্য সংবাদ


Warning: Invalid argument supplied for foreach() in /home/www/kholakagojbd.com/post/details-page.php on line 228
Electronic Paper