ঢাকা, শনিবার, ২০ এপ্রিল ২০২৪ | ৭ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

রেজিলিউশন ফান

আহসান হাবীব
🕐 ১২:৪৭ অপরাহ্ণ, জানুয়ারি ০৮, ২০১৯

হ্যাপি নিউ ইয়ার নিয়ে বিদেশিরা যখন ফান করে তখন তাদের একটাই প্রশ্ন-এ বছর তোমার রেজিউলিইশন কী? (New Year’s resolution) মানে এ বছর তুমি কোন কাজটা করতে দৃঢ়প্রতিজ্ঞ? তার উত্তরে মজার কিছু একটা বলা! তবে ওদের মজার সঙ্গে আমাদের মজা যেন ঠিক মেলে না। যেমন ওদের মজা হচ্ছে-এ বছর তোমার রেজিউলিউশন কী?

-যারা এ ধরনের প্রশ্ন করে তাদের এড়িয়ে চলা!
অথবা
-এ বছর তোমার রেজিউলিউশন কী?
-গত বছরটা ভান করেছি আমি ভালো আছি (মানে ছিলাম)। এ বছর মনে হচ্ছে ডাবল ভান করতে হবে!
তবে আমাদের দেশের ‘এ বছরের রেজিউলিউশন কী?’ এ প্রশ্নটা অন্যভাবে আসে যেমন- কিরে গত বছরটা কেমন কাটলো?
-কেটেছে তবে রক্ত ঝরেনি। এ বছর মনে হচ্ছে গ্যাংগ্রিন হয়ে যাবে।
অথবা এরকম
-কিরে গত বছর কেমন কাটলো? এ বছরটাই বা কেমন কাটবে বলে মনে করছিস?
-গত বছরে যাদের কাছ থেকে টাকাপয়সা ধারদেনা করেছি এ বছর তাদের অ্যাভয়েড করব ভাবছি (ওদের ধার কিন্তু শোধ করেনি এক পয়সাও)!
অথবা
-কিরে নতুন বছরের প্রতিজ্ঞা কী তোর?
-সিগারেট খাব না আর। বলেই একটা সিগারেট ধরাবে।
-এই যে ধরাচ্ছিস?
-এটা তো গত বছরের কেনা!
অথবা
-কিরে নতুন বছরের প্রতিজ্ঞা কী তোর? নতুন বছরের প্রথম দিনেই এক বন্ধু আরেক বন্ধুকে প্রশ্ন করল।
-মিথ্যা কথা বলব না আর।
-ছি ছি...বছরের শুরুটাই একটা বড় মিথ্যা দিয়ে শুরু করলি তুই?
রেজিলিউশনের বোরিং কচকচি থাক। একটা হ্যাপি নিউ ইয়ারের গল্প শোনা যাক।
এক বাচ্চা প্রার্থনা করছে চিৎকার করে-‘হে ঈশ্বর, নতুন বছরে আমি যেন একটা বাইক পাই...হে ঈশ্বর নতুন বছরে আমি যেন একটা বাইক পাই...।’
পাশের ঘর থেকে মা বললেন, ‘এত চেঁচিয়ে প্রার্থনা করার দরকার নেই। মনে মনে বললেই হলো, ঈশ্বর সব শুনতে পান।’
-শুধু ঈশ্বর শুনলে হবে? তোমাদেরও তো শুনতে হবে নাকি? বাচ্চার উত্তর।

 

এ বিভাগের অন্যান্য সংবাদ


Warning: Invalid argument supplied for foreach() in /home/www/kholakagojbd.com/post/details-page.php on line 228
Electronic Paper