ঢাকা, বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪ | ১২ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

নির্বাচন সমাচার

মুহাম্মাদ শরিফুজ্জামান
🕐 ১১:১৫ পূর্বাহ্ণ, ডিসেম্বর ১১, ২০১৮

দুই বন্ধুর কথোপকথন-
: শুনলাম তোর মনোনয়ন নাকি বাতিল হয়ে গেছে। কিন্তু কেন?
: বছর খানেক আগে আমার একটা সিমে শ’ খানেক টাকা ধার নিয়েছিলাম। সেই ধার শোধ করিনি বলেই...!

রিটার্নিং কর্মকর্তা ও মনোনয়ন প্রার্থীর মধ্যে কথোপকথন-
: আপনি বলতে চাচ্ছেন, গাড়ি থেকে শুরু জামা-কাপড়, সবকিছুই আপনার বউয়ের দেওয়া উপহার। আপনার সব স্থাবর-অস্থাবর সম্পত্তির সিংহভাগ মালিকও তো আপনার বউ?
: আজ্ঞে হ্যাঁ। রাজনীতি করি জনগণের জন্য। জনগণের কথা ভাবতে ভাবতে এতটাই মশগুল ছিলাম, আমার বউ যে সবকিছু তার নিজের নামে করে নিয়েছে খেয়ালই করিনি!

শিক্ষার্থী, রাজশাহী কলেজিয়েট স্কুল, রাজশাহী

 

এ বিভাগের অন্যান্য সংবাদ


Warning: Invalid argument supplied for foreach() in /home/www/kholakagojbd.com/post/details-page.php on line 228
Electronic Paper