ঢাকা, মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪ | ১০ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

ঝগড়ার দিন

মুহসিন ইরম
🕐 ৫:০১ অপরাহ্ণ, নভেম্বর ০৬, ২০১৮

-প্রতিটা বিষণ্ন বিকেলে তোমাকে মনে পড়ে।
-তার মানে বিষণ্ন বিকেল না হলে অন্যজনকে মনে পড়ে?
-না, আমি এটা বলতে চাইনি। এমন সময়ে একটু বেশিই মনে পড়ে।
-ও, বুঝেছি অন্যসময় কম মনে পড়ে, এরপর তো শুনবো মনেই পড়ে না!

-তুমি বারবার ভুল বুঝছো।
-হু, আমি তো ভুলই বুঝি। আজ বলছো ভুল বুঝি, কাল বলবে বোঝেই না, পরশু বলবে পাগল!
-আহ, তুমি রোমান্টিক মুডটাই নষ্ট করে দিলে।
-কী বললে, আমি মুড নষ্ট করি? তা বলি মুড সৃষ্টি হয়েছিল কীসে? নিশ্চয়ই তুমি অন্য কোনো মেয়ের সঙ্গে কথা বলছিলে?
-আমি আর কার সঙ্গে কথা বলব, তুমি ছাড়া!
-ও তুমি বলতে চাও, আমি অন্য কারও সঙ্গে তোমাকে কথা বলতে দিই না। তোমাকে ঘরকুন করে রাখি।
-সেটা বলতে চাই না। তুমি অবারিত স্বাধীনতা দিয়েছো। কিছু স্বাধীনতা আমি ব্যাংকেও জমা রেখেছি।
-তুমি কি তামাশা করছো আমার সঙ্গে? আমাকে কি খোলা কাগজের বাংলাওয়াশ মনে হয়! যেভাবে মন চায় ফান করবে?
-উফ, খামোখা ঝগড়া করো না তো!
-আমি ঝগড়াটে মহিলা? খামোখা ঝগড়া করি! চললাম বাপের বাড়ি।

 

এ বিভাগের অন্যান্য সংবাদ


Warning: Invalid argument supplied for foreach() in /home/www/kholakagojbd.com/post/details-page.php on line 228
Electronic Paper