বগুড়ায় সড়ক দুঘর্টনায় নিহত ২
বগুড়া প্রতিনিধি
🕐 ১২:৪৯ অপরাহ্ণ, জুন ০৪, ২০১৮
বগুড়ার শাজাহানপুর উপজেলার রানীরহাটে একটি ট্রাক সিএনজিচালিত অটোরিকশাকে ধাক্কা দিলে ঘটনাস্থলে ২ জন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরো ২ জন।
গতকাল রোববার সকালে উপজেলার রানীরহাটে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন- নাটোরের সিংড়া উপজেলার চৌগ্রামের বকুল সরকারের পুত্র গনেস (৪৫) ও বগুড়া সদরের শশীবদনী এলাকার সালামত আলীর পুত্র রমজান আলী (৬০)।
বগুড়া মেডিকেল ফাঁড়ির এসআই আমিজ মন্ডল জানান, আজ সকাল সাড়ে ৭টায় নাটোরের সিংড়া বাজার থেকে মাছ নিয়ে একটি সিএনজি বগুড়ায় আসছিল। শাজাহানপুরের রানীর হাটের সন্নিকটে বগুড়া বিপরীত দিতে থেকে একটি ট্রাক সিএনজি অটোরিকশাকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এ সময় গনেস ঘটনাস্থলে মারা যান। আহত অবস্থায় অপর সিএনজি যাত্রী রমজান আলীকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পর তিনি মারা যান।
দুর্ঘটনায় নিহত রমজানের দুই পুত্র আজিজুল ও রাহেদুল আহত আহত হয়। তাদের মধ্যে আজিজুলের আবস্থা আশঙ্কাজনক। তাদের বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সিএনজিটি দুমড়ে মুচড়ে যায়। নিহতদের লাশ ময়না তদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা আছে।