রাজবাড়ীতে বিদ্যুৎস্পৃষ্টে কৃষকের মৃত্যু
রাজবাড়ী প্রতিনিধি
🕐 ১২:৪৫ অপরাহ্ণ, জুন ০৪, ২০১৮
রাজবাড়ীতে বসতঘরের টিনের চাল মেরামত করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক কৃষকের মৃত্যু হয়েছে। তার নাম বাবুল গাজী, বয়স ৪৮ বছর।
সোমবার সকালে জেলা সদরের পাঁচুরিয়া ইউনিয়নের মুকুন্দিয়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
এ ব্যাপারে পারিবারিক সূত্রে জানা যায়, সকাল ১০টার দিকে বসতঘরের টিনের চাল মেরামত করতে যান বাবুল গাজী। ঘরের বিদ্যুতের তার লিক হয়ে টিনের চালের সঙ্গে লেগে চালটি আগে থেকেই বিদ্যুতায়িত হয়ে ছিলো। বিষয়টি বুঝতে না পেরে টিনের চালে হাত দেওয়া মাত্রই বিদ্যুৎস্পৃষ্ট হন বাবুল গাজী। এসময় তাকে উদ্ধার করে রাজবাড়ী সদর হাসপাতালের জরুরি বিভাগে নেয়া হলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
রাজবাড়ী সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. মো. নাহিদ জানান, বাবুল গাজীকে মৃত অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হয়।
বাবুল গাজী ওই গ্রামের মোতালেব গাজীর ছেলে।