ঢাকা, বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪ | ৫ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

একজোড়া বাঙ্গি ২৫ লাখ টাকা

রকমারি ডেস্ক
🕐 ১২:২৪ অপরাহ্ণ, জুন ০৪, ২০১৮

পুষ্টি উপাদানে ভরপুর বাঙ্গি। গরমকালে শরীরে পানিশূন্যতা দূর করতে বাঙ্গির শরবত অতুলনীয়।
রাস্তাঘাটেও প্রতি কেজি ১৫০ টাকা দরে বিক্রি করছেন বিক্রেতারা। তবে জাপানে এর দাম যে আকাশচুম্বী তা হয়তো অনেকের কাছেই অজানা।

এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, জাপানে শনিবার একটি পাইকারি বাজারে একজোড়া বাঙ্গি প্রায় ২৫ লাখ টাকায় (৩ দশমিক ২ মিলিয়ন ইয়েন) বিক্রি করা হয়। ‘ইয়ুবারি মেলন’ নামের এই বাঙ্গিটি জাপানি সমাজে ‘আভিজাত্যের প্রতীক’ হিসেবে দেখা হয়।
জাপানে মৌসুমি ফলের সরবরাহ করে ক্রেতাদের কাছ থেকে বিপুল পরিমাণ অর্থ হাতিয়ে নিচ্ছেন বিক্রেতারা। শনিবার দেশটির উত্তর হোকাইডোতে সপোরো সেন্ট্রাল নামে এক পাইকারি বাজারে নিলামে বিক্রি করা হয় বাঙ্গিগুলো।
এ টাকা দিয়ে জাপানে একটি চকচকে প্রাইভেটকার কেনা সম্ভব বলে প্রতিবেদনে আরও বলা হয়।
নিলামে কোনো ফল সর্বোচ্চ দামে বিক্রির রেকর্ড এটি। স্থানীয় একটি ফল প্যাকেজিং ফার্ম সর্বোচ্চ দাম হাঁকিয়ে এটি কিনে নেয়।
জাপানে ইয়ুবারি জাতের বাঙ্গিগুলো খুব জনপ্রিয়। এদের আকার নির্দিষ্ট ও খুব মসৃণ হয়।
এখানে বন্ধু কিংবা সহকর্মীদের উপহার হিসেবেও এ বাঙ্গি দেয়ার প্রচলন রয়েছে। দেশটিতে সাধারণ ফলমূলের দামও তুলনামূলক বেশি। দেশটিতে এক পিস আপেল কিনতে হলে গুনতে হবে ২৪০ টাকা।

 

 
Electronic Paper