ঢাকা, শনিবার, ২০ এপ্রিল ২০২৪ | ৬ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

পাবনায় প্রণোদনা পেলেন ২০ হাজার কৃষক

কলিট তালুকদার, পাবনা
🕐 ৬:৩১ অপরাহ্ণ, অক্টোবর ২৯, ২০১৮

চলতি মৌসুমে পাবনা জেলার ৯টি উপজেলার ২০ হাজার কৃষকের মাঝে দুই কোটি ৩৩ লাখ ৩৮ হাজার ৩৭৮ টাকার কৃষি প্রণোদনা বিতরণ করা হয়েছে। বরাদ্দকৃত অর্থে নয়টি কৃষিপণ্যের বিপরীতে ফসল আবাদের জন্য বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার সহায়তা  দেওয়া হবে। এতে জেলার ৯টি উপজেলার ২০ হাজার ৪৫ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষক পরিবার উপকৃত হবেন।

পাবনা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক কৃষিবিদ আজাহার আলী জানান, প্রতিটি কৃষক পরিবারকে এক বিঘা জমির জন্য এ প্রণোদনা বরাদ্দ দেওয়া হয়েছে। বিনামূল্যে প্রদানকৃত প্রণোদনার উপকরণ ও  উপকরণের আওতায় রয়েছে গম, ভুট্টা, চীনাবাদাম, সরিষা, খেসারি, বিটি বেগুন ও বোরো ধান। আবাদের জন্য দেওয়া হবে প্রয়োজনীয় ডিওপি এবং এমওপি রাসায়নিক সারও। পাবনা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের প্রশিক্ষণ কর্মকর্তা লোকমান হোসেন জানান, চলতি মৌসুমে চার হাজার কৃষককে গম আবাদের জন্য প্রণোদনার আওতা ভুক্ত করা হয়েছে। ভুট্টা আবাদের জন্য তিন হাজার ৮০০ জন কৃষকের প্রণোদনা ব্যয় হবে ৪৯ লাখ ৪৭ হাজার ৬০০ টাকা। সরিষা আবাদের জন্য সাত হাজার কৃষকের পেছনে ব্যয় হবে ৫৫ লাখ পাঁচ হাজার ৫০০ টাকা। চীনা বাদাম আবাদে নির্ধারিত ৩০০ জন কৃষকের প্রণোদনা বাবদ ব্যয় হবে চার লাখ ৬৮ হাজার ৭৫০ টাকা। খেসাড়ি আবাদে ৫০০ জন কৃষককে প্রণোদনা বাবদ খরচ হবে চার লাখ ৮৭ হাজার ৭৫০ টাকা। বিটি বেগুন বাবদ ৪৫ জন কৃষককে প্রণোদনায় ব্যয় হবে ৪৪ হাজার ৭৭৮ টাকা এবং বোরো ধান আবাদের জন্য এক হাজার ২০০ জন কৃষককে প্রণোদনার উপকরণ দেওয়া হবে ১২ লাখ ৩০ হাজার টাকা।

 
Electronic Paper