ঢাকা, বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪ | ১২ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

সরিষা চাষে ঝুঁকছেন কৃষক

পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধি
🕐 ৭:৫১ অপরাহ্ণ, জানুয়ারি ১১, ২০২২

সরিষা চাষে ঝুঁকছেন কৃষক

সয়াবিন জাতীয় ভোজ্য তেলের মূল্য বৃদ্ধি ও নিজেদের প্রয়োজন মিটিয়ে আর্থিকভাবে লাভবান হতে জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার বিভিন্ন এলাকার কৃষকরা সরিষা চাষে ঝুঁকে পড়েছে। প্রণোদনা বাড়লে এ ফসলের আবাদ আরও বাড়বে বলে ধারণা কৃষকদের।

সরিষার খেত পরিচর্যায় ব্যস্ত উপজেলার চক সমসের গ্রামের কৃষক বিষ্ণুপদ, হরেন্দা গ্রামের ফরমান সাহারুল, এরশাদ জানান, কয়েক বছর আগেও তাদের যে জমি পতিত থাকত বর্তমানে উপজেলা কৃষি কর্মকর্তার সহযোগিতায় সেসব জমিতে তারা সরিষা চাষে ঝুঁকছে।

উপজেলা কৃষি কর্মকর্তা লুৎফর রহমান বলেন, চলতি মৌসুমে অনুকূল আবহাওয়া ও যথাযথ পরিচর্যার কারণে এবার সরিষার বাম্পার ফলনের সম্ভাবনা রয়েছে। বর্তমান সরকারের উন্নয়ন কর্মসূচির অংশ হিসাবে দেশে ভোজ্য তেলের স্বয়ংসম্পূর্ণ অর্জনে আমরা কৃষকদের সরিষা চাষে নিয়মিত পরামর্শ প্রদান করছি। চলতি মৌসুমে সরিষা চাষে প্রণোদনার আওতায় উপজেলার ১৪ হাজার কৃষককে বীজ ও সার প্রদান করা হয়েছে।

সরেজমিনে গিয়ে দেখা যায়, উপজেলার আটটি ইউনিয়নের বিভিন্ন মাঠে এখন চোখ জুড়ানো হলুদ ফুলের সমারোহ। সেই সঙ্গে বাতাসে ভাসছে মৌ মৌ মিষ্টি ঝাঁঝাল ফুলের ঘ্রাণ। সরকারি সিদ্ধান্ত অনুযায়ী চলতি মৌসুমে উপজেলার কৃষি অফিস সরিষা চাষে সার, বীজ প্রণোদনা দেওয়ায় গত বছরের তুলনায় এ বছর সরিষা চাষ অনেক বেড়েছে।

কৃষি অফিস সূত্রে জানা যায়, উপজেলায় চলতি মৌসুমে ৫১০০ হেক্টর জমিতে সরিষা চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। যা গত বছরের তুলনায় তিনশ’ হেক্টর বেশি। ইতোপূর্বে আমন কাটার পর যে সব জমি বোরো লাগানোর অপেক্ষায় পতিত থাকত সে সব অনেক জমি এখন সরিষা ফুলে সুশোভিত। সরিষার বাম্পার ফলনের সম্ভাবনায় আনন্দের হাসি হাসছে এলাকার কৃষকরা।

 

 

 
Electronic Paper