ঢাকা, বুধবার, ২৪ এপ্রিল ২০২৪ | ১১ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

উপকূলীয় নদীগুলোতে রেকর্ড পরিমাণ ডিম ছেড়েছে ইলিশ

নিজস্ব প্রতিবেদক
🕐 ১:৩৭ অপরাহ্ণ, নভেম্বর ১৫, ২০২১

উপকূলীয় নদীগুলোতে রেকর্ড পরিমাণ ডিম ছেড়েছে ইলিশ

উপকূলীয় এলাকার নদীগুলোতে এ বছর অধিক পরিমাণে ইলিশ মাছ ডিম ছেড়েছে। মৎস্য বিভাগের তথ্য অনুযায়ি এটা রেকর্ড পরিমাণ।

বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউটের মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা মো. আনিসুর রহমান জানিয়েছেন, বরগুনা, পটুয়াখালী, ভোলা, চাঁদপুর, শরীয়তপুরসহ ১০টি পয়েন্টে তারা ইলিশের ডিম ছাড়া পর্যবেক্ষণ করেছেন। গতবছর ৫১ দশমিক ২ শতাংশ মা ইলিশ ডিম ছেড়েছিল।

এ বছর দেশের নদ-নদী ও মোহনায় ৫১ দশমিক ৭ শতাংশ মা ইলিশ ডিম ছেড়েছে, যা গত বছরের তুলনায় দশমিক ৫ শতাংশ বেশি। এবার অতীতের সব রেকর্ড ছাড়িয়ে গেছে। অভয়ারণ্যগুলোতে শতভাগ নিষেধাজ্ঞা বাস্তবায়ন করতে হবে। এই মৌসুমে ইলিশের উৎপাদন ৬ লাখ টন ছাড়িয়ে যাবে।

বরগুনা জেলা মৎস্য কর্মকর্তা বিশ্বজিৎ কুমার দেব জানান, “বরগুনার তিনটি প্রধান নদ-নদী ও মোহনায় এ বছর নির্বিঘেœ ইলিশ ডিম ছেড়েছে। মা ইলিশ সংরক্ষণে আমরা কঠোর পদক্ষেপ নিয়েছিলাম। যার ফলে এবার ডিম ছাড়ার হার বেড়েছে। আশা করছি ইলিশ সুরক্ষায় সফল হবো।”

 
Electronic Paper