ঢাকা, শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪ | ৬ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

নাটোরে চিনিকল জোনে আখ রোপণ শুরু

স্টাফ রিপোর্টার, নাটোর
🕐 ৫:১১ অপরাহ্ণ, সেপ্টেম্বর ০১, ২০২১

নাটোরে চিনিকল জোনে আখ রোপণ শুরু

রেকর্ড পরিমাণ ১২ হাজার একর জমিতে আখ চাষের লক্ষ্য নিয়ে নাটোর চিনিকল জোনের ২০২১-২২ মৌসুমের জন্য আখ রোপণ কর্মসূচি শুরু হয়েছে। বুধবার বেলা সাড়ে ১২টার দিকে চিনিকল সংলগ্ন শহরতলীর জংলী এলাকার একটি জমিতে বীজ রোপণ করে আনুষ্ঠানিকভাবে এই কর্মসূচির উদ্বোধন করেন চিনি ও খাদ্য শিল্প কর্পোরেশনের চিফ টেকনিশিয়ান দিলীপ কুমার সরকার।

এ সময় উপস্থিত ছিলেন চিনিকলের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ মোহম্মদ আবু বকর, কৃষি বিভাগের মহাব্যবস্থাপক ফেরদৌস উল আলম, উপ মহাব্যবস্থাপক আব্দুল কুদ্দুস, সিবিএ সভাপতি ফিরোজ আলমসহ মিলের অন্যান্য কর্মকর্তারা।

চিনিকলের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ মোহম্মদ আবু বকর বলেন, চলতি মৌসুমে নাটোর চিনিকলের ৪ হাজার ৬শ’ একর জমিতে আখের আবাদ করে ৯২ হাজার মেট্রিক টন আখ উৎপাদন হয়েছে। আগামী মৌসুমের জন্য এবার তিনগুণ অথাৎ ১২ হাজার একর জমিতে আখ রোপণ করা হবে। যা থেকে আগামী মৌসুমে তিনগুণ আখ উৎপাদন হবে। এর ফলে আখ সংকটে পড়ে লোকশানের আশঙ্কা থাকবে না।

 

 

 
Electronic Paper