ঢাকা, শনিবার, ২০ এপ্রিল ২০২৪ | ৭ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

নাটোরে কৃষকের কাছ থেকে ধান-চাল কেনা শুরু

নাটোর প্রতিনিধি
🕐 ৫:১১ অপরাহ্ণ, মে ০৯, ২০২১

নাটোরে কৃষকের কাছ থেকে ধান-চাল কেনা শুরু

চলতি বোরো মৌসুমে নাটোর জেলায় সরকারিভাবে কৃষকের কাছ থেকে সরাসরি ধান ও চাল কেনা শুরু হয়েছে। রোববার সকালে শহরের বড়গাছা খাদ্য গোডাউনে এই ধান ও চাল কেনার উদ্বোধন করেন নাটোর-২ আসনের সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুল।

এ সময় সংসদ সদস্য শিমুল বলেন, সরকার সরাসরি প্রান্তিক পর্যায়ের কৃষকদের কাছ থেকে ধান ও চাল কিনবে। এর ফলে কৃষকরা তাদের উৎপাদনের ন্যায্যমূল্য পেয়ে উপকৃত হবেন। এই ক্রয় কার্যক্রমে সুযোগ সন্ধানী মধ্যস্বত্ত্বভোগীদের উপস্থিতি রোধ করা হবে।

এ সময় উপস্থিত ছিলেন জেলা খাদ্য কর্মকর্তা রবীন্দ্র লাল চাকমা, উপজেলা নির্বাহী কর্মকর্তা জাহাঙ্গীর আলম, উপজেলা খাদ্য কর্মকর্তা রেজাউল করিমসহ অন্যান্যরা।

জেলা খাদ্য কর্মকর্তা রবীন্দ্র লাল চাকমা জানান, চলতি বোরো মৌসুমে সরাসরি কৃষকের কাছ থেকে ২৭ টাকা কেজি দরে ৬ হাজার ৫৮ মেট্রিক টন ধান, মিলারদের কাছ থেকে ৪০টাকা কেজি দরে ১৩ হাজার ৩৭০ মেট্রিক টন সেদ্ধ চাল কেনার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এই সংগ্রহ কার্যক্রম চলবে আাগামী ১৬ আগস্ট পর্যন্ত।

 
Electronic Paper