ঢাকা, বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪ | ১২ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

তাড়াশে বোরো জমিতে নেক ব্লাষ্ট রোগ, দিশেহারা কৃষক

আশরাফুল ইসলাম রনি, তাড়াশ
🕐 ১:১২ অপরাহ্ণ, এপ্রিল ১৯, ২০২১

তাড়াশে বোরো জমিতে নেক ব্লাষ্ট রোগ, দিশেহারা কৃষক

সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার বোরো ধানের জমিগুলোতে নেক ব্লাষ্ট (ধানের গলাপচা) রোগ ও কারেন্ট পোকার আক্রমণ দেখা দিয়েছে। কীটনাশক প্রয়োগ করেও কোনো লাভ না হওয়ায় দিশেহারা হয়ে পড়েছেন কৃষকেরা।

উপজেলা কৃষি কার্যালয় সূত্রে জানা গেছে, উপজেলার আটটি ইউনিয়নের এ বছর উপজেলায় ২২ হাজার ৬শত ৬০ হেক্টর জমিতে বোরো চাষ হয়েছে। হঠাৎ প্রতিকূল আবহাওয়ায় উপজেলায় এ রোগ ছড়িয়ে পড়ছে। তবে উপজেলা কৃষি অফিসের পক্ষ থেকে কৃষকদের কারেন্ট পোকা ও নেক ব্লাষ্ট রোগ থেকে ধান বাচাতে সচেতনামুলক পরামর্শ দিতে মাইকিং করছেন এবং লিফলেট বিতরণ করছেন।

উপজেলার তালম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্বাস উজ্জামান বলেন, আমার প্রায় ৮০ বিঘা জমিতে বোরো ধানের শিষ সাদা হয়ে গেছে। শিষের গোড়ায় প্রথমে এ রোগ দেখা দিয়ে ক্রমান্বয়ে তা পুরো শিষকে গ্রাস করে। একাধিকবার কিটনাশক প্রয়োগ করেও কোন কাজ হচ্ছে না।

উপজেলার মাধাইনগর ইউনিয়নের কাস্তা গ্রামের কৃষক করিম আহমেদ বলেন, আমার জমিতেগুলোতে ব্লাষ্ট রোগ দেখা দেয়। এতে ধানের নষ্ট হয়ে যাচ্ছে। কোন ওষুধ দিয়াও কাজ হচ্ছে না। কৃষি বিভাগের পরামর্শ অনুযায়ী খেতে কীটনাশক দিয়েও কোনো লাভ না হওয়ায় কৃষকেরা দিশেহারা হয়ে পড়েছেন।

ভাদাস গ্রামের কৃষক রফিকুল ইসলাম জানান, যে জমিগুলোতে ঝড়ে ধানগাছ হেলে পড়েছে। সেই জমিগুলোতে পোকার আক্রমণ বেশি। এজন্য আমাদের মাঠের ধানগুলো পোকায় নষ্ট করছে। এখন দুশ্চিন্তায় রয়েছি।

তাড়াশ উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ লুৎফুন্নাহার লুনা বলেন আমরা মাঠে গিয়ে কৃষকদের মধ্যে লিফলেট বিতরণ করছি। যেসব জমি এখনো সংক্রমিত হয়নি বা কেবল সংক্রমণ দেখা দিয়েছে, সেগুলোতে প্রতিরোধক হিসেবে ছত্রাকনাশক ছেটানোর পরামর্শ দেওয়া হচ্ছে। এছাড়া উপসহকারী কৃষি কর্মকর্তারা মাঠে ঘুরে ঘুরে কৃষকদের পরামর্শ দিচ্ছেন।

 
Electronic Paper