ঢাকা, বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪ | ১২ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

সাতক্ষীরায় হলুদে সাফল্য

সাতক্ষীরা প্রতিনিধি
🕐 ৫:৫৮ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১২, ২০১৮

সাতক্ষীরায় বিগত কয়েক বছরে কৃষি জমি হ্রাস, জমিতে লবণাক্ততা বৃদ্ধি, জলাবদ্ধতা, পানের বরজের সংখ্যা বৃদ্ধি, দেশের অভ্যন্তরে হলুদের দাম ও চাহিদা কমায় জেলাতে হলুদ চাষ হ্রাস পায়। এতে জেলায় হলুদ উৎপাদন প্রায় ৪০ ভাগ কমে যায়।

খলিষখালী গ্রামের আলী শেখ জানান, দীর্ঘদিন ধরে তিনি হলুদ আবাদ করে আসছেন। তবে কয়েক বছর ধরে এর আবাদ কমিয়ে ফেলেছেন। জমিতে লবণাক্ততার পরিমাণ বেড়ে যাওয়ায় আগের মতো আর উৎপাদন হয় না। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক কাজী আব্দুল মান্নান জানান, জেলায় হলুদের আবাদ বৃদ্ধির চেষ্টা করা হচ্ছে। হলুদ বেশ লাভজনক ফসল। সাতক্ষীরায় প্রতি হেক্টরে ১৫-১৬ টন পর্যন্ত হলুদ উৎপাদন করা সম্ভব। কিন্তু উপকূলীয় জেলা হওয়ার কারণে বেশ কিছুদিন ধরে এখানকার আবাদি জমিতে লবণাক্ততার পরিমাণ বেড়ে যাচ্ছে। সেই সঙ্গে দেখা দিচ্ছে জলাবদ্ধতা। এ দুই কারণে জেলার কৃষকরা হলুদ আবাদে আগ্রহ হারিয়ে ফেলছেন। তবে অধিদপ্তরের পক্ষ থেকে কৃষকদের প্রয়োজনীয় সহযোগিতা ও পরামর্শ দিয়ে থাকি।

 
Electronic Paper