ঢাকা, বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪ | ১২ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

সিংড়ায় ১০ হেক্টর জমির ফসল পানির নিচে

সিংড়া (নাটোর) প্রতিনিধি
🕐 ৩:৩৬ অপরাহ্ণ, মে ০৭, ২০১৮

অসময়ের ভারী বর্ষণে আত্রাই ও নাগর নদীর পানি অস্বাভাবিক হারে বৃদ্ধি পেয়ে নাটোরের সিংড়ার চৌগ্রাম, তাজপুর, ইটালি, ডাহিয়া বিলে প্রবেশ করেছে। এতে উপজেলার ১০ হেক্টর জমির ধান পানির নিচে তলিয়ে গেছে।

এ ছাড়াও ৫০ হেক্টর জমির ধান আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে। অন্যদিকে ঝড় ও শিলাবৃষ্টিতে মাটিতে শুয়ে পড়েছে উপজেলার প্রায় আড়াই হাজার হেক্টর জমির ধান। শ্রমিক সংকটে ধান ঘরে তোলা ও পািনতে ফসল নষ্ট হওয়ার দুশ্চিন্তায় আছেন চলনবিলের কৃষক।
উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়, চলতি বছর উপজেলায় ৩৮ হাজার ১০০ হেক্টর জমিতে বোরো আবাদ করা হয়েছে। এর মধ্যে শতকরা ৬৫ ভাগ জমির ধান কাটা শেষ হয়েছে। উত্তর দমদমা গ্রামের কৃষক শমসের জানান, তিনি চলতি বছর ২৫ বিঘা জমিতে বোরো ধান আবাদ করেছেন। চৌগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহেদুল ইসলাম ভোলা জানান, ইউনিয়নের সারদানগর বাঁধ দিয়ে চলনবিলে পানি প্রবেশ করেছে। এতে ইউনিয়নের অনেক ক্ষতি হয়েছে। সিংড়া উপজেলা কৃষি কর্মকর্তা সাজ্জাদ হোসেন জানান, এ উপজেলায় ধানকাটা প্রায় শেষ পর্যায়ে। গত কয়েকদিনের ভারী বর্ষণ ও বাতাসে উপজেলার ১০ হেক্টর জমির ধান পানির নিচে তলিয়ে গেছে। এ ছাড়াও ৫০ হেক্টর জমির ধান আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে।

 
Electronic Paper