ঢাকা, মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪ | ১০ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

প্রথম মাসে কৃষিঋণ বিতরণ ১২শ কোটি

জাফর আহমদ
🕐 ৬:৩৬ অপরাহ্ণ, আগস্ট ২৮, ২০১৮

চলতি ২০১৮-১৯ অর্থবছরে কৃষিঋণ বিতরণের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ২১ হাজার ৮০০ কোটি টাকা। লক্ষ্যমাত্রা নির্ধারণের পর প্রথম মাসেই বিতরণ করা হয়েছে ১ হাজার ২২৩ কোটি ৫১ লাখ টাকা। এ ঋণ বিতরণ করেছে ৩৫ দেশি বিদেশি বাণিজ্যিক ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান। বাকি ৭ বিদেশি ব্যাংকসহ ২০ বাণিজ্যিক ব্যাংক এখন পর্যন্ত কৃষিঋণ বিতরণ শুরু করতে পারেনি। বিতরণ করা ঋণের মানও তুলনামূলকভাবে বেড়েছে। বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য তুলে ধরা হয়েছে।

বিতরণকৃত ঋণের মধ্যে রাষ্ট্রায়ত্ত ৮ বাণিজ্যিক ব্যাংক বিতরণ করেছে ৩৬৮ কোটি ৭ লাখ টাকা; ২৭ দেশি-বিদেশি ব্যাংক বিতরণ করেছে ৭৮৩ কোটি ৫ লাখ টাকা। আর আরডিবি নিজম্ব তহবিল থেকে কৃষিঋণ বিতরণ করেছে ৭২ কোটি ৩৯ লাখ টাকা। ৭ বিদেশি ও ১৩ বেসরকারি ব্যাংক কোনো কৃষিঋণই বিতরণ করতে পারেনি। কৃষিঋণ বিতরণ শুরু না করা বিদেশি বাণিজ্যিক ব্যাংকগুলো হচ্ছে- ব্যাংক আল ফালাহ, সিটি ব্যাংক এনএ, কমার্শিয়াল ব্যাংক অব সিলন, হাবিব ব্যাংক, নাশনাল ব্যাংক অব পাকিস্থান ও উরি ব্যাংক। আর দেশি যেসব বেসরকারি বাণিজ্যিক ব্যাংক ঋণ বিতরণ শুরু করতে পারেনি সেসব ব্যাংকগুলো হচ্ছে- মেঘনা ব্যাংক, মিডল্যান্ড ব্যাংক, মধুমতি ব্যাংক, ন্যাশনাল ব্যাংক, এনআরবি ব্যাংক, এনআরবি গ্লোবাল ব্যাংক, ওয়ান ব্যাংক, প্রাইম ব্যাংক, শাহজালাল ইসলামী ব্যাংক, সীমান্ত ব্যাংক, সাউথ বাংলা এ বিষয়ে বাংলাদেশ ব্যাংকের কৃষিঋণ বিভাগের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা বলেন, বছরের প্রথম মাসে কৃষিঋণ বিতরণ কিছুটা কম ও কিছু ব্যাংক বিতরণ শুরু না করলেও পরবর্তী মাসগুলোয় এসব ব্যাংকের বিতরণ ঋণের পরিমাণ বাড়বে বলে আশা করি। তবে যেসব ব্যাংক গতবছরে লক্ষ্যমাত্রা পূরণ করেনি তাদের নিয়ে একটু সংশয় আছে। বাংলাদেশ ব্যাংক থেকে পর্যবেক্ষণ জোরদার করে এসব ব্যাংকের ঋণ বিতরণ নিশ্চিত করা হবে।
কৃষিঋণ বিতরণে বছরের প্রথম মাসের ঋণ বিতরণের চিত্র ব্যাংকিং খাতের ঋণ কাঠামো বদলের আভাস দিয়েছে। সম্প্রতি মোট ঋণের ৪০ শতাংশ রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলো বিতরণ করত। আর বেসরকারি দেশি-বিদেশি ব্যাংকগুলো বিতরণ করছিল ৬০ শতাংশ। কয়েক বছর আগ পর্যন্ত ৮ রাষ্ট্রায়ত্ত বাণিজ্যিক ব্যাংক বিতরণ করত মোট ঋণের অর্ধেক। কিন্তু জুলাই মাসের ঋণ বিতরণের তথ্যানুযায়ী, রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর দ্বিগুণ ঋণ বিতরণ করেছে বেসরকারি দেশি-বিদেশি বাণিজ্যিক ব্যাংকগুলো।
অর্থনীতিতে দেশি-বিদেশি বেসরকারি ব্যাংকগুলোর আধিপত্য বাড়ছে আর রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর আধিপত্য কমে যাওয়ার চিত্র উঠে এসেছে বাংলাদেশ ব্যাংকের প্রতিবেদনে। ঋণ বিতরণের কাঠামো যাই হোক মানের বিষয়ে কোনো আপস করা হবে না বলে জানিয়েছে বাংলাদেশ ব্যাংকের কৃষিঋণ বিভাগের দায়িত্বশীল কর্মকর্তা।
জুলাই মাসের কৃষিঋণের মানের বিষয়টি পর্যালোচনা করলে দেখা যায়, বিগত বছরগুলোর ইতিবাচক ধারা অব্যাহত আছে। কৃষিঋণ বিতরণের বিভিন্ন উখাতের মধ্যে ফসল উৎপাদনের জন্য বিতরণ করা ঋণের পরিমাণ অর্ধেক রয়েছে। জুলাই মাসে এ উপ-খাতে ঋণ বিতরণের পরিমাণ ৫৬৮ কোটি ৫৮ লাখ টাকা। যা গত বছরে ফসল উৎপাদনে বিতরণ করা ঋণের হারের প্রায় সমান। তবে পশু পালন ও মৎস্য চাষে ঋণের পরিমাণ এবার একটু বেড়েছে। পশু পালন ও মৎস্য চাষে জুলাই মাসে ঋণ বিতরণ করা হয়েছে যথাক্রমে ১৬ শতাংশ ও ১২ দশমিক ২৫ শতাংশ। ২০১৭-১৮ অর্থবছরে ঋণ বিতরণ করা হয়েছিল ১৪ দশমিক ৩০ শতাংশ ও ১১ দশমিক ৫০ শতাংশ। বাংলাদেশ ব্যাংক মনে করছে এটি ভালো খবর।

 
Electronic Paper