ঢাকা, শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪ | ৬ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

নাটোরে অসময়ে তরমুজ

বাগাতিপাড়া (নাটোর) প্রতিনিধি
🕐 ১:১৫ অপরাহ্ণ, আগস্ট ২২, ২০২০

অন্য সব ক্ষেতে তরমুজ যখন শেষ, তখন নাটোরের বাগাতিপাড়ায় শুরু হয়েছে মাচায় ঝুলিয়ে তরমুজ চাষের মৌসুম। প্রথমবারের মতো এ উপজেলায় এভাবে তরমুজের বাণিজ্যিক চাষে সফল হয়েছেন কৃষক আব্বাস আলী। উপজেলার ধূলাউড়ি গ্রামের মাঠে তিনি এ পদ্ধতিতে তরমুজ চাষ করেছেন।

আগস্টে অফ সিজন হওয়ায় স্থানীয় বাজারে তরমুজ বিক্রি করছেন ১০০ টাকা কেজি দরে। মিষ্টতা আর অসময়ে পাওয়ায় বাজারে ব্যাপক চাহিদা রয়েছে বলে জানিয়েছেন কৃষক আব্বাস আলী। তার সফলতায় অনেক কৃষক এখন এ জাতের তরমুজ চাষে আগ্রহী হচ্ছেন।

তরমুজ চাষি আব্বাস আলী বলেন, তিনি একটি ব্যাংকে চাকরি করেন। পাশাপাশি নাটোরের কৃষির জন্য কিছু একটা করার ভাবনা থেকে এ উদ্যোগ নিয়েছি। বিদেশি প্রযুক্তিতে তিনি এ উপজেলার তরমুজের পাশাপাশি বারমাসি বিভিন্ন ফলের চাষ শুরু করেছেন।

উপজেলা কৃষি কর্মকর্তা মোমরেজ আলী বলেন, কৃষক আব্বাস আলীর এ সফলতা উপজেলায় এ জাতের তরমুজ চাষের সম্ভাবনার দ্বার খুলে দিয়েছে। এ জাতের তরমুজ মাত্র ৭০ দিনেই ফলন শুরু হয়। অসময়ের হওয়ায় ব্যাপক চাহিদা রয়েছে।

 
Electronic Paper