ঢাকা, বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪ | ১২ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

চরাঞ্চলে সর্জন পদ্ধতি

শিমের বাম্পার ফলন

নোয়াখালী প্রতিনিধি
🕐 ৫:৩৩ অপরাহ্ণ, জানুয়ারি ০৫, ২০২০

চলতি মৌসুমে নোয়াখালীর চরাঞ্চলে বাণিজ্যিকভাবে শিমের আবাদ শুরু হয়। অনাবাদি জমিতে কৃষকরা সর্জন পদ্ধতিতে বিভিন্ন জাতের সবজির আবাদ করছেন। কয়েক বছর ধরে একই পদ্ধতিতে শিমের আবাদ হচ্ছে। বাজার মূল্য ভালো হওয়ায় এর আবাদ বেড়েছে।

স্থানীয় কৃষক কামাল মিয়া জানান, সবজি উৎপাদনে সরকারি সহযোগিতা পেলে চরাঞ্চলের অর্থনীতি আরও মজবুত হবে। আর্থিকভাবে আমাদের স্বচ্ছলতা আসবে।

কৃষি সম্প্রসারণ অধিদফতর সূত্রে জানা যায়, গত বছর জেলার চরাঞ্চলে প্রায় এক হাজার হেক্টর জমিতে শিমের চাষ হয়েছিল। চলতি বছর এর পরিমাণ বেড়েছে প্রায় দুই হাজার হেক্টর জমি।

সরেজমিনে দেখা যায়, সূবর্ণচরের চরক্লার্ক, মোহাম্মদপুর, পূর্ব চরভাটা ইউনিয়ন, হেমায়েতপুর, সৈয়দপুর, কোম্পানীগঞ্জের গাংচিল, হাতিয়ার কালাদরাফ, ভূমিহীন বাজার ও জনতা বাজার এলাকায় শিম চাষ হয়েছে। প্রায় প্রতিটি পরিবার বাড়ির আঙ্গিনাসহ পাশের জমিতে সর্জন পদ্ধতিতে শিম চাষ করেছেন।

নোয়াখালী কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপ-পরিচালক মো.রফিকুল ইসলাম জানান, জেলার চরাঞ্চলে এখন বাণিজ্যিক ফসল হিসেবে শিমের আবাদ হচ্ছে। আবাদের ক্ষেত্রে কৃষকরা সর্জন পদ্ধতি অবলম্বন করছেন। কৃষি বিভাগ কৃষকদের বিভিন্ন পরামর্শ দিচ্ছে।

 
Electronic Paper