ঢাকা, শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪ | ৬ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

পাট পচানো নিয়ে বিপাকে কৃষক

পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধি
🕐 ৯:৪৬ অপরাহ্ণ, জুলাই ১৫, ২০১৮

জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার পানির অভাবে পাট পচানো নিয়ে বিপাকে পড়েছেন কৃষকরা। আষাঢ় মাস শেষ হয়ে গেলেও পর্যাপ্ত বৃষ্টি না হওয়ায় খাল-বিল পানি শূন্য হয়ে পড়েছে। তাই কৃষকরা আমন রোপণের জন্য জমি থেকে পাট কাটতে পারছেন না।

পাঁচবিবি কৃষি বিভাগ সূত্রে জানা গেছে এবার পাটের আবাদ হয়েছে ১ হাজার ৪৫০ হেক্টর জামিতে। বর্ষার পুরো মৌসুমে পর্যাপ্ত বৃষ্টিপাত না হওয়ায় শঙ্কিত হয়ে পড়েছেন কৃষকরা। সঠিক সময়ে পাট না কাটায় বেলে-দোআঁশ মাটির পাটে মোড়ক দেখা দিয়েছে। ক্ষেতে শুকিয়ে যাচ্ছে অনেক পাট। সুলতানপুর গ্রামের কৃষক হামিদুল ইসলাম জানান তিনি এবার ২ বিঘা জমিতে পাট আবাদ করেছেন। বৃষ্টির পানি নেই তাই সেলো মেশিনের পানি দিয়ে পাট পঁচানো হচ্ছে।
উপজেলা কৃষি কর্মকর্তা আশরাফুল ইসলাম জানান আষাঢ় মাসের বৃষ্টিপাত কম হয়েছে এখন রিবন রেটিং পদ্ধতিতে পাটের আঁশ ছড়ানো হচ্ছে। এতে তেমন পানির প্রয়োজন হয় না। এ পদ্ধতিতে পাটের আঁশ ছিলে সেগুলো সামান্য পানিতে ভিজে রাখলে পঁচে যায় এবং ভালো আঁশ পাওয়া যায়। আমরা কৃষকদের এ পদ্ধতিতে পাটের আঁশ ছড়ানোর পারামর্শ দিচ্ছি।

 
Electronic Paper