ঢাকা, বুধবার, ২৪ এপ্রিল ২০২৪ | ১১ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

উঠানে দুই ইটের মাঝে সবজি চাষ

ডেস্ক রিপোর্ট
🕐 ১২:২৭ অপরাহ্ণ, আগস্ট ০৪, ২০১৯

বিশ্বব্যাপী দিন দিন সংকুচিত হচ্ছে কৃষিজমি। এ জন্য আজকাল এমনও বলা হচ্ছে, বেলকনি কিংবা বাড়ির ছাদেই খাদ্য উৎপাদন করে জীবনধারণ করতে হবে মানবজাতিকে। কিন্তু এর চেয়েও মজার একটি চিত্র দেখা গেছে চীনের এক প্রদেশে।

হেইলংজিয়াং প্রদেশের হারভিন শহরে এক নারী তার বাড়ির পাকা উঠানে চাষ করছেন বেগুন, ভুট্টাসহ নানা খাদ্যদ্রব্য, তাও আবার দুই ইটের মাঝখানে। যেখানে সাধারণত ঘাস জমেই ক্ষ্যান্ত হতো এক সময়। গত ১১ জুন এ উঠান কৃষিকাজের প্রকাশিত ভিডিওটির প্রশংসা করেছে বহু মানুষ।

 
Electronic Paper